চীনা ছাত্রছাত্রীরা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন একাডেমিক ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিনব সব পন্থা বের করেছে। পরীক্ষায় নকল করা বা অন্যের সহায়তা নেয়ার উদ্দেশ্যে দেশটিতে এমন কিছু অত্যাধুনিক ডিভাইস পাওয়া যাচ্ছে যা জেমস বন্ড সিরিজকে চোখের সামনে নিয়ে আসে।
এই পোস্টে আমরা এমনই কিছু তথ্য জানব। প্রথম ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন, একজন নিরাপত্তা কর্মকর্তা এমন একটি চশমা জব্দ করেছেন যার ফ্রেমে ইলেকট্রনিক ব্যবস্থা এমবেড করা রয়েছে এবং এটি হিডেন ক্যামেরার কাজ করে।
গোলাকার ধাতব মুদ্রার মত বস্তুটি আসলে একটি রিমোট কন্ট্রোলার, যেটি চশমার মধ্যে থাকা ক্যামেরা’কে নিয়ন্ত্রণ করে। দুটি ডিভাইস মিলে পরীক্ষার হল থেকে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরের কারও কাছে সমাধানের জন্য পাঠায়।
- পোষাকের সাথে মোবাইল ফোন সংযোগের ব্যবস্থা। উদ্দেশ্য, প্রশ্নের উত্তর সংগ্রহ।
- কলমের মধ্যে লুকানো ক্যামেরা। এর মাধ্যমে প্রশ্নের ছবি তুলে অন্য কারো নিকট পাঠানো সম্ভব।
- কথোপকথনের জন্য বিশেষ ইয়ারফোন/ অডিও ডিভাইস
- বোতলের মধ্যেও ক্যামেরা লাগিয়ে নকল করার পন্থা দেখিয়েছে চায়নিজ স্টুডেন্টরা
ডিজিটাল ওয়ালেট/ ইলেকট্রনিক মানিব্যাগ। এর মধ্যেও আছে ট্র্যান্সমিটার!
এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রছাত্রীরা প্রতারণা করার জন্য এত জটিল সব ইলেকট্রনিক ডিভাইস তৈরির সময় পায়, তাহলে পড়াশোনার জন্য সেই সময়টাকে কাজে লাগালে কী ক্ষতি হত?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।