ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হল ইনস্ট্যান্ট ভিডিও শেয়ারিং

আমাদের ব্লগে নিয়মিত ভিজিট করলে নিশ্চয়ই জানেন, ফেসবুক নতুন একটি ফটো-ভিডিও শেয়ারিং অ্যাপ তৈরি করেছে যা ভুলক্রমে অ্যাপল আইটিউনসে প্রকাশিত হয়ে যায়। এরই মধ্যে আইওএস এবং এন্ড্রয়েড প্ল্যাটফর্মে বিদ্যমান ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে যুক্ত হয়েছে আরও চমৎকার একটি ফিচার। এখন থেকে আপনি আপনার এফবি মেসেঞ্জার থেকে তাৎক্ষণিকভাবে ভিডিও শেয়ার করতে পারবেন।

ফেসবুক মেসেঞ্জারের এক সাম্প্রতিক আপডেটের মাধ্যমে এই সুবিধাটি যোগ করা হয়েছে। এর ফলে আপনি ফেসবুকে চ্যাট করার সময় বন্ধুদের কাছে যেকোন সময় ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন। এসব ইনস্ট্যান্ট ভিডিও ক্লিপ সর্বোচ্চ ১৫ সেকেন্ড দীর্ঘ হতে পারবে।

ভিডিও ক্লিপ রেকর্ডিং ও শেয়ারিং ফিচারটি এই মুহুর্তে শুধুমাত্র এন্ড্রয়েড ও আইওএসের ফেসবুক মেসেঞ্জার অ্যাপের জন্য উপলভ্য আছে। এর মাধ্যমে আদানপ্রদানকৃত ভিডিও ফেসবুকের ওয়েব কিংবা মোবাইল ভার্সনে দেখা যাবেনা।

আপনার আইফোন বা আইপ্যাড জন্য ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করতে চাইলে এই অ্যাপ স্টোর লিংক ভিজিট করুন। আর এন্ড্রয়েডের জন্য এই গুগল প্লে ঠিকানা থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *