সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক নতুন একটি ফটো-মেসেজিং অ্যাপ নিয়ে কাজ করছে। সম্প্রতি অ্যাপল অ্যাপ স্টোরে এপ্লিকেশনটি ভুলক্রমে প্রকাশ করে তা পুনরায় সরিয়ে নিয়েছে ফেসবুক। ‘স্লিংশট’ নামের এই অ্যাপে বন্ধুদের সাথে ফটো, ভিডিও ও ‘রিঅ্যাকশন শট’ শেয়ার করার সুবিধা রয়েছে বলে জানা গেছে।
অনেকটা স্ন্যাপচ্যাটের মতই, শেয়ারকৃত ছবি ও ভিডিওগুলো ব্যবহারকারীদের নিকট পৌঁছানোর পর সেগুলো চিরতরে মুছে ফেলা যাবে।
স্লিংশটের মাধ্যমে বন্ধুদের ছবি পাঠানোর পরে প্রথমে সেগুলো ‘লকড’ অবস্থায় থাকবে। লকড কনটেন্ট খুলতে চাইলে প্রাপকের প্রান্ত থেকেও আরেকটি ছবি শেয়ার করার দরকার হবে। অর্থাৎ, আপনার বন্ধুর পাঠানো ছবি দেখার জন্য আপনাকেও আরেকটি ছবি পাঠাতে হবে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ছবি এডিট করে ইচ্ছেমত ক্যাপশন ও ইফেক্ট যোগ করা যাবে।
যাইহোক, এই মুহুর্তে স্লিংশট অ্যাপটি অফলাইনে রয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ সফটওয়্যারটির অস্তিত্ব স্বীকার করলেও কবে নাগাদ এটি মুক্তি পাবে সে সম্পর্কে কিছু জানায়নি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।