বিশ্বকাপের মহা-উৎসবে BDcost.com-এ Jersey মেলা!

bdcost imgনাটকীয় সব কাহিনীর মধ্য দিয়ে অবশেষে ফাইনালে বীর (শাহরুখ খান)-জারা (প্রীতি জিন্তা)-এর মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচ দিয়েই শেষ হল আইপিএল। ক্রিকেটপ্রেমী দর্শক পেল সত্যিকার ফাইনাল ম্যাচের স্বাদ। কিন্তু সিনেমায় বীর জারার জন্য Sacrifice করলেও, মাঠে তা করেননি। টান টান উত্তেজনার ম্যাচে অবশেষে দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জয় করে বীরের মতই মাঠ ছাড়লেন বীর (শাহরুখ খান)।

আইপিএল শেষ হয়ে গেলেও ঝড় শুরু হয়েছে ফুটবল বিশ্বে, গোটা পৃথিবী তাকিয়ে এখন ১২-ই জুনের মহাসন্ধিক্ষনের দিকে। সারা পৃথিবীর মত বাংলাদেশও মেতেছে ফুটবল জ্বরে। বাড়ির ছাদে ছাদে উড়ছে বিভিন্ন দেশের পতাকা, গায়ে শোভা ছড়াচ্ছে বিভিন্ন দেশের রঙ-বেরঙের জার্সি। আপনি কিনেছেন তো আপনার জার্সি? কিনেছেন তো আপনার প্রিয়দলের, প্রিয় তারকার জার্সি? এখনি খোঁজ করুন আপনার প্রিয়দলের, প্রিয় তারকার জার্সি ঘরে বসেই। আপনাকে সহায়তা করতে আছে BDcost.com

আপনার জার্সি খোঁজ করুন এখানেই-

http://www.bdcost.com/jersey

http://www.bdcost.com/argentina+jersey

http://www.bdcost.com/brazil+jersey

http://www.bdcost.com/germany+jersey

http://www.bdcost.com/spain+jersey

আর হ্যাঁ, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আপনার প্রিয় দলকে ভোট করতে ভুলবেন না যেন! আপনার প্রিয় দলকে ভোট করুন এখানেই- https://www.facebook.com/bdcost.com.ltd/app_20678178440

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 7,993 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.