ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি এলো দেশের বাজারে

বাংলাদেশের বাজারে অফিসিয়ালি নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনটি নিয়ে এসেছে ওয়ানপ্লাস। এই পোস্টে জানার চেষ্টা করবো কি কি ফিচার থাকছে এই নতুন ওয়ানপ্লাস ফোনে এবং ফোনটির দামই বা কত হতে যাচ্ছে।

কি কি থাকছে নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনটিতে?

নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনটিতে ৬.৬ ইঞ্চি এমোলেড ডিসপ্লে রয়েছে, সাথে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সুবিধা। অনেকটা পরিচিত ওয়ানপ্লাস-সিগনেচার ডিজাইন রাখা হয়েছে এই ফোনে। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট দ্বারা চলবে ফোনটি। দেশের বাজারে ফোনটি শুধুমাত্র একটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকছে এই ফোনে। ফোনের ফ্রন্টে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা যাতে থাকা ইআইএস সাপোর্ট অসাধারণ সংযোজন বটে।

৫,৫০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি থাকছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনটিতে। সাথে থাকা ৮০ ওয়াট সুপারভুক চার্জারের কল্যাণে অল্প সময়ের মধ্যে ফোনটি ফুল চার্জ করা যাবে। এন্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪.০ দ্বারা চলবে এই ফোন। ওয়ানপ্লাস তাদের নতুন ফোনগুলোতে ২বছর এন্ড্রয়েড আপডেট ও তিনবছর সিকিউরিটি প্যাচ এর প্রতিশ্রুতি দিচ্ছে এই ফোনের সাথে। একনজরে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি:

  • ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি এমোলেড (+১২০ হার্জ)
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি
  • র‍্যাম: ৮ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল + ২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগালিক্সল
  •  ব্যাটারি: ৫,৫০০ মিলিএম্প
  • চার্জিং: ৮০ ওয়াট সুপারভুক
  • সফটওয়্যার: অক্সিজেন ওএস ১৪ 

মাত্র ৫২ মিনিটেই ফোনটি ১ শতাংশ থেকে শতভাগ চার্জ করা যাবে।

OnePlus Nord CE4 Lite 5G

নর্ড সিই ৪ লাইট ৫জি এর দাম কত?

শুধুমাত্র ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টে দেশের বাজারে এসেছে ফোনটি। মিড-রেঞ্জ মার্কেট দখল করতে আসা এই ফোনটি দেশের বাজারে অবশেষে পাওয়া যাবে। বাংলাদেশে ওয়ানপ্লাস নর্ড  সি ৪ লাইট ৫জি ফোনটির দাম ২৭,৯৯৯ টাকা।

দাম ও ফিচার বিবেচনায় নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনটি সবার পছন্দ হওয়ার কথা। এই ফোন নিয়ে আপনার কি মতামত? কমেন্ট সেকসনে শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামত বাংলাটেক এর পাঠকদের সাথে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *