আপনার কাছে যদি ভিসা কার্ড থাকে, তবে বিকাশ একাউন্টে তা ব্যবহারে পেতে পারেন ৫০ টাকা বোনাস। আবার ভিসা কার্ড বিকাশ একাউন্টে সেভ করে রাখতে পারবেন ভবিষ্যৎ লেনদেনে সহজে ব্যবহারের জন্য। চলুন জেনে নেওয়া যাক ভিসা কার্ড সেভ করে বিকাশে কি বোনাস পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত।
বিকাশ অ্যাপের মাধ্যমে ভিসা কার্ড দিয়ে বিকাশ একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা এড করলে পেয়ে যাবেন ৫০টাকা বোনাস। তবে ভিসা কার্ড এড করার সময় অবশ্যই উক্ত কার্ড বিকাশ একাউন্টে সেভ করতে হবে। তা না হলে বোনাস আসবেনা। ২৫০০ টাকা ভিসা কার্ড থেকে বিকাশ একাউন্টে অ্যাড মানি করলে ৫০টাকা বোনাস পাবেন সকল বিকাশ গ্রাহক।
উল্লেখ্য যে শুধুমাত্র প্রথমবার ভিসা কার্ড সেভ করে ২৫০০ টাকা এড মানি করার ক্ষেত্রে ৫০টাকা বোনাস পাওয়া যাবে। নিজের একাউন্টে অ্যাড মানি করতে হবে। অন্যের একাউন্টে করলে হবেনা। সীমিত সময়ের এই অফারে আপনি যে ভিসা কার্ড আগে আপনার বিকাশ অ্যাপে সেভ করেননি সেটা দিয়ে বোনাস নিতে পারবেন।
চলুন একনজরে জেনে নেওয়া যাক ভিসা কার্ড বিকাশে এড করার অফার সম্পর্কেঃ
- ৫০টাকা বোনাস অফার শুধুমাত্র প্রথমবার ভিসা কার্ড সেভ করে এড মানি এর ক্ষেত্রে প্রযোজ্য
- বোনাস পেতে ভিসা কার্ড সেভ করতে হবে ও ২৫০০ টাকা এড মানি করতে হবে
- কার্ড সেভ করা এই অফারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কার্ড সেভ না করে এড মানি করলে সেক্ষেত্রে বোনাস পাওয়া যাবেনা
- ভিসা কার্ড থেকে বিকাশ একাউন্টে এড মানি করে শুধুমাত্র একবার এই বোনাস পাওয়া যাবে
- শুধুমাত্র কার্ড টু বিকাশ / Card to bKash” অপশন ব্যবহার করে এড মানির ক্ষেত্রে এই অফার প্রযোজ্য
- অফার চলাকালীন সময়ে একজন গ্রাহক শুধুমাত্র একবার এই অফার পাবেন
- এউ ক্যাম্পেইন এর বোনাস এর লিমিট ৫০টাকা, এর চেয়ে বেশি বোনাস দেওয়া হবেনা
- শর্ত পূরণের ২ থেকে ৩দিনের (কার্যদিবসের) মধ্যে বোনাস পেয়ে যাবেন একজন গ্রাহক
- শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে
এবার চলুন জেনে নেওয়া যাক এই বিকাশ অফার এর শর্তসমূহ সম্পর্কেঃ
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
- ইতিমধ্যে বিকাশ অ্যাপে সেভ থাকা কার্ড থেকে এড মানি করার ক্ষেত্রে কোনো ধরনের বোনাস অফার পাওয়া যাবেনা
- শুধুমাত্র প্রথমবার নিজের একাউন্টে ভিসা কার্ড সেভ করে ২৫০০ টাকা এড মানি করলে তবেই ৫০টাকা বোনাস পাওয়া যাবে
- কোনো গ্রাহক কোনো ধরনের প্রতারণা বা এই অফারের অপব্যবহার করেছে বলে জানা গেলে উক্ত অফার গ্রহণ থেকে বিরত রাখবে বিকাশ
- কোনো গ্রাহক বোনাস পাবে নাকি পাবেনা তা ঠিক করার সম্পূর্ণ ক্ষমতা রাখে বিকাশ
- এই অফার মে মাসের ১০ তারিখ থেকে শুরু হয়ে চলনে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত
আপনি কি উল্লিখিত অফারটি নিয়েছেন। আপনার মতামত ও অভিজ্ঞতা জানান!
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Hu