ভিসা কার্ড থেকে নগদ একাউন্টে কমপক্ষে ২০০০ টাকা এড মানি করে ২০০ টাকা বোনাস পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক নগদ থেকে ২০০টাকা বোনাস পাওয়ার নিয়ম ও শর্তসমূহ সম্পর্কে।
নগদ ২০০ টাকা বোনাস – Nagad 200TK Bonus
নগদে প্রথমবারের মত ভিসা কার্ড সেভ করে ২০০০ টাকা বা তার বেশি এমাউন্ট এড মানি করলে ২০০টাকা বোনাস পাওয়া যাবে। নগদ ও ভিসা কার্ড একসাথে মিলে এই নগদ ২০০টাকা বোনাস নিয়ে এসেছে। এই বোনাস পেতে হলে প্রথমে নগদ একাউন্টে আপনার ভিসা কার্ড সেভ করতে হবে ও এরপর ২০০০ টাকা বা তার বেশি এমাউন্ট এড মানি করতে হবে।
গ্রাহকগণ ১জুন থেকে শুরু করে ১৫জুলাই পর্যন্ত ভিসা কার্ড নগদ একাউন্টে সেভ করে ও একবারে কমপক্ষে ২০০০টাকা এড মানি করে ২০০টাকা বোনাস পেতে পারেন। এই সময়সীমার মধ্যে কার্ডটি সেভ করে এড মানি করতে হবে।
অফারের সকল শর্ত পূরণ করে, অফার চলাকালে প্রতিটি ভিসা কার্ড নগদ-এ প্রথমবার সেভ করে, প্রথমবার কমপক্ষে ২,০০০ টাকা অ্যাড মানি করলে, সর্বমোট ১ বার (একবার) বোনাস অফারটি প্রতিটি লেনদেনের জন্য উপভোগ করতে পারবেন।
আপনার যদি অনেকগুলো ভিসা কার্ড থাকে এবং সেগুলো যদি নগদ একাউন্টে আগে কখনো সেভ না করে থাকেন তাহলে প্রতিটি কার্ডের সাহায্যে এই অফার নিতে পারবেন। এবং প্রতিবার ২০০ টাকা করে বোনাস নিতে পারবেন। তবে কার্ডগুলো বাংলাদেশে ইস্যুকৃত হতে হবে। আগে থেকে যদি কোনো কার্ড আপনার নগদ একাউন্টে সেভ করা থাকে তাহলে সেই পুরাতন কার্ডটি অফারের জন্য প্রযোজ্য হবেনা। নগদ অ্যাপ ব্যবহার করে ভিসা কার্ড থেকে এড মানি করতেঃ
- নগদ অ্যাপে প্রবেশ করে “Add Money” অপশন সিলেক্ট করুন
- এরপর “Card to Nagad” সিলেক্ট করুন
- সোর্স হিসেবে “VISA” সিলেক্ট করুন
- Recipient হিসেবে নিজের নাম্বার প্রদান করুন ও কার্ড সেভ করুন
- এরপর ওটিপি কোড প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করুন
এভাবে ভিসা কার্ড নগদ একাউন্টে এড করে ও কমপক্ষে ২,০০০টাকা এড মানি করে পেতে পারেন ২০০টাকা বোনাস। চলুন জেনে নেওয়া যাক নগদ ২০০টাকা বোনাস এর সম্পর্কে বিস্তারিত তথ্য ও অফার এর শর্তাবলী সম্পর্কে বিস্তারিত।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
- নগদ ফুল প্রোফাইল গ্রাহকরা “Add Money from Card” অপশন ব্যবহার করে প্রথমবারের মত ভিসা কার্ড এড করে কমপক্ষে ২০০০টাকা এড মানি করলে ২০০টাকা বোনাস পাবেন। ইতিমধ্যে ভিসা কার্ড একাউন্টে এড করা থাকলে সেটা থেকে অ্যাড মানিতে এই বোনাস পাওয়া যাবেনা
- উল্লেখিত অফার পেতে হলে ভিসা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সেভ করার পর একাউন্টে কমপক্ষে ২,০০০টাকা এড মানি করতে হবে
- উল্লেখিত অফারটি শুধুমাত্র VISA কার্ড এর ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোনো ধরনের ক্রেডিট বা ডেবিট কার্ডের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়
- অফারের সকল শর্ত পূরণ করে, অফার চলাকালে প্রতিটি ভিসা কার্ড নগদ-এ প্রথমবার সেভ করে, প্রথমবার কমপক্ষে ২,০০০ টাকা অ্যাড মানি করলে, সর্বমোট ১ বার (একবার) বোনাস অফারটি প্রতিটি লেনদেনের জন্য উপভোগ করতে পারবেন
- উল্লেখিত নিয়মে সঠিকভাবে ভিসা কার্ড সেভ ও এড মানি করার পরবর্তী ৩দিনের মধ্যে ২০০টাকা বোনাস পেয়ে যাবেন গ্রাহক
👉 বিকাশে ১২৫ টাকা বোনাস (নতুনদের জন্য)
👉 কার্ড থেকে নগদে টাকা আনার নিয়ম
- অফারটি জুন মাসের ১তারিখ শুরু হয়েছে ও চলবে জুলাই মাসের ১৫তারিখ পর্যন্ত
- সকল নগদ গ্রাহকের জন্য এই অফার প্রযোজ্য। তবে কোনো কার্ড শুধুমাত্র সেভ করে উল্লিখিত লেনদেন করলে তবেই এই বোনাস পাওয়া যাবে
- অফারটি পেতে হলে নগদ একাউন্ট একটিভ থাকতে হবে ও নগদ একাউন্টের সকল তথ্য সম্পূর্ণভাবে পূরণ করা থাকতে হবে
- অফারে বর্ণিত নিয়ম অনুসরণের পরেও যদি কোনো গ্রাহক বোনাস না পান, তবে নগদ পরবর্তী দুই মাসের মধ্যে উক্ত বোনাস প্রদানের চেষ্টা করবে। কোনো কারণে বোনাস না পেলে সেক্ষেত্রে নগদ দায়বদ্ধ থাকবেনা
- অফার এর যেকোনো তথ্য বা শর্ত যেকোনো সময় পরিবর্তন এর সমস্ত অধিকার রাখে নগদ
- গ্রাহকের কাছ থেকে কখনো ওটিপি বা পিন কোড চাইবে না নগদ, কেউ ওটিপি বা পিন কোড জানতে চাইলে ধরে নিন সে প্রতারক
- এড মানি করার পর পেমেন্ট এর বিষয় ভিসা নিয়ন্ত্রণ করে। লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য চার্জ এর ক্ষেত্রে নগদ এর কোনো সংশ্লিষ্টতা নেই
- নগদ অ্যাপ থেকে ভিসা কার্ডের ব্যালেন্স চেক করা যায়না, তাই ভুল লেনদেনের ক্ষেত্রে নগদ দায়ী থাকবেনা
কেমন লাগল নগদের নতুন এই অফার? আপনি কি এটি গ্রহণ করেছেন? কমেন্টে জানান!
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Kivabe now got accountant kivabe bonus uthabo
Hi me new account agent
Nic lin