অল্টাভিস্টা, এক্সিস সার্চ টুল সহ আরও ১২টি সেবা বন্ধ করছে ইয়াহু

ইন্টারনেট ফার্ম ইয়াহু তাদের মূল সেবাগুলোর দিকে ভালভাবে দৃষ্টি দিতে নিয়মিত বিরতিতেই সার্ভিস/প্রোডাক্ট ছাঁটাই করে থাকে। আর সেই ধারাবাহিকতায় এবার বন্ধ হতে যাচ্ছে আরও ১২টি ইয়াহু সেবা। আগামী কিছু দিন থেকে কয়েক মাসের মধ্যে এসব সেবা আর উপলভ্য থাকবে না। এর মধ্যে রয়েছে এক সময়কার জনপ্রিয় “অল্টাভিস্তা” সার্চ, যেটি ৮ জুলাই বন্ধ হয়ে যাবে। ইয়াহু সার্চের সাথে অল্টাভিস্তা যুক্ত হয়েছিল ২০০৩ সালে।

গুগলের নেতৃত্ব অর্জনের আগেই এটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বর্তমানে অল্টাভিস্তা’র ব্যবহারকারী কমে যাওয়ায় এটি বাদ দিয়ে এর ইউজারদের সরাসরি “ইয়াহু” সার্চ ইঞ্জিন কাজে লাগানোর পরামর্শ দিচ্ছে কোম্পানিটি।

এছাড়া ৩০ জুন বন্ধ হয়ে যাবে ইয়াহু ওয়েব প্লেয়ার। আর জুলাইয়ের ১ তারিখে আরএসএস এলার্ট বন্ধ করে সেবাটি ইমেইল এলার্ট দ্বারা প্রতিস্থাপিত করা হবে।

এদিকে গত বছর বিশাল সমারোহে চালু করা “এক্সিস সার্চ টুল”ও সর্বশেষ এই ছাঁটাইয়ের আওতায় পড়বে। মারিসা মেয়ার ইয়াহুর সিইও পদে আসার ঠিক আগে এক্সিস এপ এবং প্ল্যাগিন লঞ্চ করা হয়। আর তাই এই ছাঁটাই অভিযান যে তার নির্দেশনায়ই হচ্ছে সেটি বুঝতেও কারও কষ্ট হওয়ার কথা না।

সর্বশেষ ঐ সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হতে যাওয়া ইয়াহু সেবাগুলো হচ্ছেঃ

  • ১. ইয়াহু এক্সিস (বন্ধ হবে ২৮ জুন)
  • ২. ইয়াহু ব্রাউজার প্লাস (২৮ জুন)
  • ৩. সিটিজেন স্পোর্টস (২৮ জুন)
  • ৪. ইয়াহু ওয়েব প্লেয়ার (৩০ জুন)
  • ৫. ফক্সি টিউনস (১ জুলাই)
  • ৬. ইয়াহু আরএসএস এলার্টস (১ জুলাই)
  • ৭. ইয়াহু নেইবারস বেটা (৮ জুলাই)
  • ৮. অল্টাভিস্তা (৮ জুলাই)
  • ৯. ইয়াহু স্টারস ইন্ডিয়া (২৫ জুলাই)
  • ১০. ইয়াহু ডাউনলোডস বেটা (৩১ জুলাই)
  • ১১. ইয়াহু লোকাল এপিআই (২৮ সেপ্টেম্বর)
  • ১২. ইয়াহু টার্ম এক্সট্রাকশন এপিআই (২৮ সেপ্টেম্বর)

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *