সান ফ্রানসিস্কোর মস্কোন সেন্টারে মাইক্রোসফট তাদের বহুল প্রতীক্ষিত “উইন্ডোজ ৮.১ প্রিভিউ” ভার্সনের মোড়ক উন্মোচন করেছে। ২৬ জুন কোম্পানিটির ঐ বিল্ড ডেভলপার কনফারেন্সে তাদের গেমিং, মিউজিক ও আরও কিছু সেবা সম্পর্কে ঘোষণা আসে। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ এই আপডেট রিলিজ। এটি অবশ্য চূড়ান্ত ভার্সন নয়, বরং উইন্ডোজ এইটের পরবর্তী প্রধান আপডেটের প্রিভিউ সংস্করণ। ডাব্লিউ ৮ ওএস মুক্তি পাওয়ার পর এর ইন্টারফেস এবং ব্যবহারযোগ্যতা নিয়ে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অনুযায়ীই বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এনেছে মাইক্রোসফট। চলুন দেখি নতুন কী কী আসছে উইন্ডোজ ৮.১ প্রিভিউ’তে।
# আরও কাস্টমাইজেবল স্টার্ট স্ক্রিন
উইন্ডোজ ৮ চালু হওয়ার সাথে সাথে “মেট্রো” স্টাইলেরর টাইলস ভিত্তিক যে স্টার্ট স্ক্রিন চলে আসে, ৮.১ আপডেটে সেটি আরও কাস্টমাইজ করে নেয়া যাবে। এর লাইভ টাইলগুলো আপনি আগের চেয়েও বেশি মাত্রায় রিসাইজ করতে পারবেন। স্টার্ট স্ক্রিনে আরও এসেছে মোশন ব্যাকগ্রাউন্ড এবং ইচ্ছেমত ওয়ালপেপার সেট করার অপশন।
উইন্ডোজ ৮.১ এ আছে “বুট টু ডেস্কটপ” সুবিধা। অর্থাৎ, কম্পিউটার চালুর সাথে সাথে সরাসরি স্টার্ট স্ক্রিনে না গিয়ে সাধারণ ডেস্কটপেও চলে যেতে পারবেন। উইন্ডোজ এইটে এই ফিচারটি না থাকায় মাইক্রোসফটকে অনেক আলোচনা-সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল।
নতুন এই প্রিভিউ আপডেটে উইন্ডোজ লকস্ক্রিনেও উন্নতি এসেছে। এখন থেকে আপনি পিসি লক থাকা অবস্থায়ও স্কাইপ কল রিসিভ করতে পারবেন। এছাড়া ডিভাইস আনলক না করেই দ্রুত ছবি তোলার জন্য ক্যামেরা চালু করা এবং লক স্ক্রিনে ফটো স্লাইড শো সেট করার সুবিধাও যুক্ত হয়েছে।
# ফিরে এসেছে স্টার্ট বাটন

# এপ্লিকেশন স্ন্যাপিং এবং স্ক্রিন শেয়ারিং

উইন্ডোজ ৮.১ এ মাল্টিপল মনিটর সাপোর্টে বড় ধরণের উন্নয়ন সাধিত হয়েছে। এতে ন্যাটিভ মিরাক্যাস্ট ওয়্যারলেস স্ক্রিন শেয়ারিং সুবিধা থাকায় আপনার প্রেজেন্টেশনে নতুন মাত্রা যোগ হবে।
# পিসি সেটিংস ইন্টারফেসে উন্নয়ন
উইন্ডোজ ৮ এ চার্ম মেন্যতে “সেটিং” অপশনে সীমিত কিছু বিষয় নিয়ন্ত্রণ করা সম্ভব হত। কিন্তু প্রয়োজনীয় বেশিরভাগ টুল ছিল পুরাতন ইউআইতে (উইন্ডোজ ৭ এর কন্ট্রোল প্যানেলের মত); উইন্ডোজ ৮.১ এ আপনি মেট্রো স্টাইল ইন্টারফেসেই দরকারী প্রায় সব ফিচার নিয়ন্ত্রণ করতে পারবেন।
# একবার সার্চ করেই পৌঁছে যান সবখানে

# নতুন এপ্লিকেশন, নতুন অভিজ্ঞতা

সব মিলিয়ে, উইন্ডোজ ৮.১ আপডেট নিঃসন্দেহে আপনার কম্পিউটিংয়ে নতুন মাত্রা যোগ করবে। মাইক্রোসফটের এই অফিসিয়াল পেজ ভিজিট করে উইন্ডোজ ৮.১ প্রিভিউ ভার্সন পেতে পারেন।
উইন্ডোজ ৮.১ এর নতুন ফিচারগুলো এবং এই পোস্টটি কেমন লাগল তা মন্তব্যের মাধ্যমে জানানোর আমন্ত্রণ রইল। হ্যাপি কম্পিউটিং।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!