বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন প্রকাশ করল হুয়াওয়েই!

চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়েই বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন তৈরি করেছে বলে জানিয়েছেএন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত অ্যাসেন্ড পি৬ মডেলের এই ডিভাইসটি মাত্র ৬.১৮ মিলিমিটার (০.২৪ ইঞ্চি) পুরু।

সেটটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, ভাল মানের ছবি তোলার জন্য এতে দেয়া আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর সেইসাথে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা তো থাকছেই!

হুয়াওয়েই আশা করছে অ্যাসেন্ড পি৬ তাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির জন্য বিস্ময়কর ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা স্মার্টফোনটির ডিজাইনের প্রশংসা করেছেন এবং একজন একে “স্টিমরোলার দ্বারা সরুকৃত আইফোন” বলেও অভিহিত করেছেন।

অ্যাসেন্ড পি৬ এর মূল স্পেসিফিকেশনগুলো হচ্ছেঃ

  • > ১২৮০*৭২০ পি ৪.৭ ইঞ্চি স্ক্রিন
  • > এন্ড্রয়েড ৪.২.২ জেলি বিন অপারেটিং সিস্টেম, টাইলস ভিত্তিক ইমোশন ইউআই
  • > ৫ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, অটো ফেসিয়াল এনহান্সমেন্ট
  • > ২ জিবি র‍্যাম, ২০০০ এমএএইচ ব্যাটারি
  • > ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
  • > হুয়াওয়েই নির্মিত ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর
  • > নিজস্ব পাওয়ার সেভিং প্রযুক্তি যা তুলনামূলক ক্ষেত্রে ৩০% বেশি ব্যাকআপ দেয়

জুন মাসেই চীন থেকে যাত্রা শুরু করবে অ্যাসেন্ড পি৬; এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৬০১ মার্কিন ডলার। জুলাই নাগাদ এটি আরও ১৯টি দেশে আসবে। এরপর আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে লঞ্চ করা হবে এই স্মার্টফোন। তবে আপাতত হ্যান্ডসেটটিতে এলটিই ফোরজি সাপোর্ট না থাকায় এর বিক্রি কিছুটা প্রভাবিত হতে পারে। অবশ্য এবছর শেষদিকে ফোনটির ফোরজি ভার্সনও বাজারে আসবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *