এটিএম বুথে গোপন ক্যামেরায় পাসওয়ার্ড চুরি, এনএফসি’তে কপি হচ্ছে কার্ড!

কিছু কিছু ব্যাংকের এটিএম বুথে গোপন ক্যামেরা ও অত্যাধুনিক ডিভাইস বসিয়ে ব্যবহারকারীদের কার্ড এবং পাসওয়ার্ড চুরি করা একটি চক্রের সন্ধান মিলেছে।

এতে দেখা যায়, প্রথমেই ভুয়া পরিচয় চিয়ে এটিএম বুথে নিজেদের গোপন ক্যামেরা ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) ডিভাইস (বিশেষ অবস্থানে) লাগানো হয়।

এর সাথে এটিএম কার্ড স্পর্শ করালেই (অথবা রেঞ্জের মধ্যে এলে) কার্ডের ম্যাগনেটিক ফিল্ড থেকে টেকনিক্যাল তথ্যসমূহ কপি হয়ে প্রতারক চক্রের নিকট চলে যায়।

তখন এগুলো ব্যবহার করে হুবহু আরেকটি কার্ড তৈরি হয়। আর ব্যাংক একাউন্ট ব্যবহারকারী এটিএম পাসওয়ার্ড ইনপুট দেয়ার সময় মেশিনের উপরের/পাশের ওয়ালে রাখা ক্যামেরায় তার ভিডিও রেকর্ড রাখা হয়। সবশেষে ডুপ্লিকেট কার্ড এবং ভিডিও থেকে সংগৃহীত পাসওয়ার্ড নিয়ে সংশ্লিষ্ট একাউন্ট থেকে টাকা তোলা সম্ভব হয়।

বিবিসির প্রতিবেদনে আরও জানুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,550 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *