মোবাইল ফোন শিল্পের দুই জায়ান্ট কোম্পানি অ্যাপল ও গুগল নিজেদের মধ্যে দীর্ঘদিন যাবত চলমান পেটেন্ট দ্বন্দ্বের অবসান ঘটিয়েছে। প্রযুক্তি পেটেন্ট নিয়ে একে অপরের বিরুদ্ধে যেসব মামলা ঠুকেছিল সেগুলো তুলে নিতে রাজী হয়েছে প্রতিষ্ঠানদুটি।
এক যৌথ বিবৃতিতে অ্যাপল ও গুগল জানিয়েছে, উভয় কোম্পানি এখন পেটেন্ট সঙ্ক্রান্ত সংস্কার সাধন নিয়ে কাজ করবে।
অবশ্য, এতে এদের মধ্যে একে অন্যের মেধাস্বত্ব লাইসেন্সিং নিয়ে কোনও চুক্তি হয়নি।
নিশ্চয়ই জানেন, আইফোন নির্মাতা অ্যাপল এ পর্যন্ত গুগলের এন্ড্রয়েড ওএস চালিত বিভিন্ন কোম্পানির ডিভাইসের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনেছে। এ নিয়ে কোটি কোটি ডলারের মামলায় জড়িয়েছে অ্যাপল। বর্তমানে প্রায় ৮০% নতুন স্মার্টফোনে এন্ড্রয়েড ওএস চলছে।
এই মাসের শুরুতে অ্যাপল-স্যামসাংয়ের মধ্যে চলমান এক পেটেন্ট মামলায় ১১৯.৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানার মুখোমুখী হয়েছে স্যামসাং। একই রায়ে স্যামসাংয়ের পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলেরও ১৫৮,০০০ ডলার জরিমানা হয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।