মটোরোলা আনলো ৪.৩ ইঞ্চি স্ক্রিনের সুলভ এন্ড্রয়েড ফোন মটো ই

motorola moto e ...নতুন একটি এন্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করলো মটোরোলা। মটো ই মডেলের এই ফোনটি দেখতে কোম্পানিটির হাই-এন্ড স্মার্টফোনগুলোর মত হলেও এর স্পেসিফিকেশন অনুযায়ী এটি একটি লোয়ার-মিড লেভেল এন্ড্রয়েড ফোন।

মটোরোলা মটো ই স্মার্টফোনে থাকছে ৪.৩ ইঞ্চি (৫৪০ x ৯৬০পি) স্ক্রিন, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৩২০ প্রসেসর, এড্রিনো ৩০২ জিপিইউ, ১জিবি র‍্যাম প্রভৃতি। এতে কোনো ফ্রন্ট ক্যামেরা নেই।

ডিভাইসটিতে আরও পাবেন ৪জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ও ১৯৮০ এমএএইচ ব্যটারি।

ডুয়াল সিম সাপোর্টযুক্ত মটোরোলা মটো ই চলবে এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে। সেটটির জন্য নিয়মিত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে বলে জানাচ্ছে মটোরোলা। এর ব্যাক কভার পরিবর্তনযোগ্য। স্মার্টফোনটির বডি পানি ও ধূলা প্রতিরোধক।

ভারতের বাজারে শীঘ্রই আসছে মটোরোলা মটো ই। এর দাম মাত্র ১২০ মার্কিন ডলার। হয়ত অদূর ভবিষ্যতেই বাংলাদেশেও পাওয়া যাবে মটোরোলা মটো ই।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *