নকিয়ার ৫ ইঞ্চি ‘এক্সএল’ এন্ড্রয়েড স্মার্টফোন বিক্রি শুরু

নকিয়া এক্স সিরিজের ৫ ইঞ্চি স্ক্রিনযুক্ত এন্ড্রয়েড ফোন ‘নকিয়া এক্সএল’ এর বিক্রি শুরু হয়েছে। এটি নকিয়া এক্স রেঞ্জের সবচেয়ে বড় এবং উত্তম বৈশিষ্ট্য সম্পন্ন এন্ড্রয়েড স্মার্টফোন। এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে সেটটির বিক্রয়মূল্য মাত্র ১৫০ মার্কিন ডলার। চলুন জেনে নিই নকিয়া এক্সএল স্মার্টফোনের স্পেসিফিকেশন।

  • ৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • ১ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ডুয়াল কোর প্রসেসর
  • ৭৬৮ মেগাবাইট র‍্যাম
  • ৫ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা, ফ্ল্যাশ
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • মাইক্রোএসডি কার্ড স্লট
  • ২০০০ এমএএইচ ব্যাটারি
  • স্যাটেলাইট জিপিএস, এক্সেলেরোমিটার
  • উজ্জল সবুজ, কমলা, সায়ান, হলুদ, কালো ও সাদা রঙের বডি

হ্যান্ডসেটটি গুগল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কাস্টমাইজড (ফর্কড) ভার্সনে চলে যা ‘নকিয়া এক্স ওএস’ নামে পরিচিত। এর ইউজার ইন্টারফেস উইন্ডোজ ফোন ওএস চালিত লুমিয়া ফোনের মত টাইলস ভিত্তিক। এটি সরাসরি গুগল প্লে স্টোর সাপোর্ট করেনা। তবে অন্যান্য এন্ড্রয়েড অ্যাপ স্টোর থেকে এপিকে ফাইল এনে নকিয়া এক্স সিরিজের ফোনে ইনস্টল করা যাবে। আর ডিভাইসটিকে হ্যাক করে গুগল প্লে স্টোর চালানোও সম্ভব। সেটটি শীঘ্রই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে নকিয়া। তবে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *