গতকাল প্রাথমিক ভাবে শুধু জাপানের জন্য এক্সপেরিয়া ZL2 ঘোষণা দিলো সনি। যদিও এর পূর্বসুরি ZL,সনির আরেক ফ্ল্যাগশিপ এক্সপেরিয়া Z এর সাথে মুক্তি পেয়েছিল। এবার কিন্তু Z2 মুক্তি পাবার অনেক পরেই মুক্তি পেল ZL2.
এক্সপেরিয়া Z2 এর সাথে ZL2 এর প্রধান সামঞ্জস্য হলো উভয় ডিভাইসেই রয়েছে সনির এক্সমোর আরএস সেন্সর যুক্ত ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা। আর অসামঞ্জস্য বলতে গেলে পর্দার কথা বলতে হয়। Z2 তে ছিল ৫.২ ইঞ্চি পর্দা আর এই ডিভাইসে আছে অপেক্ষাকৃত ছোট ৫ ইঞ্চি পর্দা। ডিভাইসটির প্রসেসর আপডেট করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৮০১ মডেলের ২.৩ গিগাহার্জ প্রসেসর।
অন্যান্য ফিচারের মধ্যে আছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ, এস ডি কার্ড সাপোর্ট, এন্ড্রয়েড ভার্সন ৪.৪ কিটক্যাট, এন এফ সি ও ৩০০০ এমএএইচ ব্যাটারি।
এক্সপেরিয়া জেড এল২ স্মার্টফোনটির দাম কত হবে তা জানায়নি সনি। আগস্টের শেষ নাগাদ জাপানে বিক্রি শুরু হবে ডিভাইসটি। এটি আন্তর্জাতিক বাজারে কবে আসবে সে সম্বন্ধেও নির্দিষ্ট করে কিছু বলেনি সেটটির নির্মাতা।
এই হাই এন্ড স্মার্টফোনটি কেমন লাগলো কমেন্ট করে জানান।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।