নকিয়া কি সত্যিই কিনছে এলকাটেলকে? ফিনিশ জায়ান্ট নকিয়া’র এলকাটেল কেনার গুঞ্জন আবার মাথাচাড়া দিয়ে ওঠেছে। গতকাল মঙ্গলবার ফ্রেঞ্চ – আমেরিকান ভিত্তিক এই কোম্পানির শেয়ারের দাম ৪.১০% বৃদ্ধি পায়। রয়টার্সের খবর।
শেয়ার বাড়ার কারন হিসেবে এটাকেই দাড়া করাচ্ছেন বিশ্লেষকরা। সকলে নিশ্চই জানেন যে গত কিছুদিন আগে নকিয়া’র মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যাওয়া চূড়ান্ত হয়েছে। যদিও কেউ কেউ মনে করছেন মাইক্রোসফটের কাছ থেকে মোবাইল ফোন ইউনিট বিক্রির অর্থ দিয়ে এলকাটেল কিনে আবার বাজারে ফিরতে পারে নকিয়া, তবে রেডমন্ডের সাথে চুক্তির শর্ত অনুযায়ী নকিয়া আর কোনো স্মার্টফোন উৎপাদন করতে পারবেনা। তবে নেটওয়ার্কিং ব্যবসায় বিনিয়োগের দরজা খোলাই আছে।
বরাবরের মতই এই ব্যাপারে নকিয়া ও এলকাটেল কেউই মন্তব্য করেনি। উল্লেখ্য যে, এলকাটেলের বর্তমান বাজার মূলধন প্রায় ৮.৩ বিলিয়ন ইউরো। আর, অনেকের মতে এটি একটি দুর্বল গুঞ্জন যা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।