ওয়ালটনের সস্তা এন্ড্রয়েড স্মার্টফোন ‘প্রিমো ইএফ’

walton primo efদেশি কোম্পানি ওয়ালটন তাদের প্রিমো সিরিজের নতুন একটি এন্ট্রি লেভেলের এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রিমো ইএফ মডেলের এই ডিভাইসটির মূল্য হবে মাত্র ৬,৫৯০ টাকা। ওয়ালটনের দেয়া তথ্য অনুযায়ী সেটটির বিক্রি শুরু হবে চলতি মাসের ৯ তারিখ। চলুন দেখি ডিভাইসটির স্পেসিফিকেশন।

  • এন্ড্রয়েড ৪.২.২ জেলি বিন অপারেটিং সিস্টেম
  • ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর
  • ম্যালাই ৪০০ জিপিইউ
  • ৫১২এমবি র‍্যাম, ৪জিবি ইন্টারনাল স্টোরেজ
  • মাইক্রোএসডি কার্ড স্লট (৩২জিবি পর্যন্ত সাপোর্ট)
  • ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই
  • ৪.৫ ইঞ্চি এফডাব্লিউভিজিএ টাচস্ক্রিন (৮৫৪ x ৪৮০পি)
  • মূল ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ভিজিএ
  • এইচডি ভিডিও রেকর্ডিং, ফ্ল্যাশ
  • থ্রিজি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার প্রভৃতি
  • ১৪৪ গ্রাম ওজন, ১৭৫০ এমএএইচ ব্যাটারি

এই সেটটির রিলিজ ডেট অর্থাৎ, মে মাসের ৯ তারিখে ওয়ালটনের আরও একটি এন্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করা হবে। প্রিমো জিএইচ+ মডেলের সেই সেটটির মূল্য ১০,৫৯০ টাকা। ওয়ালটন প্রিমো জিএইচ+ ফোনটির বিস্তারিত তথ্য জানতে আমাদের এই পোস্টটি পড়তে পারেন।

আরও জানতে কল করুন ওয়ালটন হটলাইন নম্বরঃ 09612316267 (যেকোনো ফোন থেকে) অথবা 16267 (ল্যান্ডলাইন ব্যতীত অন্য ফোন থেকে)- সকাল ৯টা থেকে রাত ১০টার মধ্যে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *