এফ৮ সম্মেলনে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে আরও সুরক্ষিত করে তুলতে কোম্পানিটি এর অ্যাপ পারমিশন ও লগইন ব্যবস্থায় নতুন কিছু উন্নয়ন আনার ঘোষণা দিয়েছে। ফলে ফেসবুক অ্যাপে সাইন আপ এবং লগইন করার আগেই ইউজাররা এপ্লিকেশনটির ডেটা এক্সেস রেঞ্জ ঠিক করে দিতে পারবেন। অর্থাৎ, ফেসবুক অ্যাপটি আপনার কোন কোন তথ্য ব্যবহার করবে সেটি আপনি আগে থেকেই নির্ধারণ করতে পারবেন।
এছাড়া, এই ফিচারগুলো চালু হলে ফেসবুক অ্যাপ দ্বারা আপনার হয়ে কোনো পোস্ট আসার জন্যও আপনার অনুমতি দরকার হবে। সুতরাং অ্যাপে সাইন-ইন করলেই স্বয়ংক্রিয়ভাবে একের পর এক পোস্ট দিয়ে টাইমলাইন ভরে ওঠার আশংকা কমে যাবে।
সেই সাথে অ্যানোনিমাস লগইন ফিচারের মাধ্যমে ইউজার প্রাইভেসিকে আরও এক ধাপ এগিয়ে নিল ফেসবুক। অ্যানোনিমাস লগইন ব্যবহার করে আপনি অ্যাপ ডেভলপারের নিকট নিজের পরিচয় গোপন করেই অ্যাপে সাইন-ইন করতে পারবেন। তবে ফেসবুকের নিকট এই তথ্য থাকবে এবং কয়েকটি ধাপেই অ্যানোনিমাস থেকে নরমাল মুডে চলে আসা যাবে। যেহেতু কোনো কোনো ডেভলপাররা অ্যানোনিমাস লগিনের জন্য কিছু ফিচার কম রাখতে পারেন, যা সাধারণ ফেসবুকআইডি থেকে সাইনড ইন ইউজারদের জন্য উন্মুক্ত থাকবে- তাই এজন্য নরমাল মুডে আসার দরজাও খোলা রাখছে ফেসবুক।
আগামী কয়েক মাসের মধ্যে নতুন এসব সুবিধা চালু করবে ফেসবুক। নির্দিষ্ট কিছু সংখ্যক ডেভলপারদের নিয়ে বর্তমানে এগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অবশ্য, বিশ্বব্যাপী অন্যান্য ডেভলপাররাও সামনের কয়েক সপ্তাহের মধ্যে এসব ট্রাই করতে পারবেন বলে জানিয়েছে কোম্পানিটি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।