রবি সিমের মেয়াদ ৫ বছর বৃদ্ধি করার সুযোগ, আজই নিয়ে নিন

আপনি চাইলে আপনার রবি সিমের মেয়াদ ৫ বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারেন নতুন এক পদ্ধতি ব্যবহার করে। সম্প্রতি রবি এই সুবিধা চালু করেছে। প্রবাসীদের কথা মাথায় রেখে নতুন উক্ত সুবিধা নিয়ে এসেছে রবি। সিম বা ইসিম ব্যবহারকারীরর মধ্যে একটি বিশাল অংশ দেশের বাইরে থাকেন যারা কয়েক বছর পর পর দেশে আসেন পরিবারের সাথে একত্রিত হতে। এখন তাদের সফরের মেয়াদের উপর ভিত্তি করে অনেক সময় তাদের ফোন নাম্বার ভ্যালিডিটি হারায়। কারণ নির্দিষ্ট সময় সিম ব্যবহার না করলে সিম বন্ধ হয়ে যায় ও রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়

বিটিআরসি’র নিয়ম অনুযায়ী অব্যবহৃত সিমসমূহ ১৮ মাস পর রিসাইকেল করে থাকে মোবাইল অপারেটরগুলো। এর ফলে গ্রাহকগণ, বিশেষ করে প্রবাসীগণ তাদের নাম্বার হারান ও প্রতিবার দেশে আসলেই নতুন সিম কিনতে হচ্ছে যা খুব একটা সুখকর বিষয় নয় তাদের জন্য।

প্রবাসীগণ যাতে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সে কথা মাথায় রেখে একই নাম্বার একটিভ রাখার সুবিধা নিয়ে এসেছে রবি। যেকোনো রবি প্রিপেইড গ্রাহক তার সিমটি ৫ বছর পর্যন্ত ব্যবহার না করেও একটিভ রাখতে পারবেন।

এর জন্য উক্ত গ্রাহককে ৭৯৬ টাকা দিয়ে ৫ বছরের জন্য মূল একাউন্টের মেয়াদ কিনতে হবে। এখানে ৩ বছর মেয়াদি ও ৫ বছর মেয়াদী দুইটি প্যাক রেখেছে রবি। একটি প্যাকে ৩০০ মিনিট, ৩০ দিন এর সাথে ৩ বছরের জন্য মেইন একাউন্ট মেয়াদ পাওয়া যাবে, যা কিনতে হবে ৪৯৬ টাকায়। ঠিক ৪৯৬ টাকা রিচার্জ করলেই প্যাকটি কেনা যাবে।

অন্য প্যাকটিতে ৫ বছরের জন্য মেইন একাউন্টের মেয়াদের পাশাপাশি পাওয়া যাবে ৫০০ মিনিট, ৩০ দিন, যা কিনতে  হবে ৭৯৬ টাকায়। ঠিক ৭৯৬ টাকা রিচার্জ করলেই প্যাকটি চালু হয়ে যাবে। এর মানে হলো গ্রাহকগণ উল্লেখিত প্যাকগুলো কিনে নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার না করেই তাদের রবি সিম একটিভ রাখতে পারেন। ⭐️ ঘূর্ণিঝড় মোখা কবে আসছে? জানুন দরকারি তথ্য

robi 5 year sim validity

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

মেয়াদ দেখতে *১# নম্বরে ডায়াল করুন। মিনিট বান্ডেল ব্যালেন্স দেখতে *২২২*২# নম্বর ডায়াল করুন। আরও জানতে পারেন রবির ওয়েবসাইট থেকে

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *