ইমো একাউন্ট ডিলিট করার নিয়ম

বাংলাদেশে ইমো বা ইমু অ্যাপটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে বিদেশে থাকা প্রিয়জনের সাথে যোগাযোগ করতে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন ইমো একাউন্ট বা ইমু আইডি প্রচুর ব্যবহার করে থাকেন। 

আপনার ফোনে যদি ইমো অ্যাপটি থাকে ও আপনি নিয়মিত অ্যাপটি ব্যবহার না করে থাকেন, তবে খুব সহজে ইমো একাউন্ট ডিলিট করতে পারেন। ইমো অ্যাপ ডিলিট করে দিলেই ইমো একাউন্ট মুছে যায়না। ইমো একাউন্ট ডিলিট না করে ইমো অ্যাপ আনইন্সটল করলে একাউন্ট ঠিকই থেকে যায় ও অন্যরা মেসেজ করতে পারে।

ইমো একাউন্ট ব্যবহার না করলে প্রয়োজনে কেউ আপনাকে মেসেজ করে যোগাযোগে ব্যর্থ হবে। এসব কারণে ব্যবহার না করলে ইমো একাউন্ট যথাযথ উপায়ে ডিলিট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পোস্টে জানবেন কিভাবে ইমো একাউন্ট ডিলিট করতে হয়।

অ্যান্ড্রয়েড ফোনে ইমু আইডি ডিলিট করার নিয়ম

অ্যান্ড্রয়েড ফোনে ইমো একাউন্ট ডিলিট করতে ফোনে ইমো অ্যাপ ইন্সটল থাকতে হবে। ইমো একাউন্ট ডিলিট করতে নিচে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুনঃ

  • অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে ইমো অ্যাপ ওপেন করুন
  • বামদিকের নিচের কর্নারে থাকা থ্রি-লাইন আইকনে ট্যাপ করুন

পরের স্ক্রিন থেকে Settings সিলেক্ট করুন

সেটিংস পেজে নিচের দিকে স্ক্রল করুন ও imo Account Settings সিলেক্ট করুন

Delete your imo account অপশন সিলেক্ট করুন

  • পরের স্ক্রিনে আপনার ইমো একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার লিখুন ও এরপর Delete অপশনে ট্যাপ করুন
  • পরের পপ-আপ স্ক্রিনে Yes অপশনে ট্যাপ করে একাউন্ট ডিলিট করার বিষয়টি কনফার্ম করুন

এভাবে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস হতে ইমো একাউন্ট ডিলিট করতে পারবেন।

আইফোনে ইমো একাউন্ট ডিলিট করার নিয়ম

আইফোনে ইমো একাউন্ট ডিলিট করার প্রক্রিয়া অনেকটা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইমো একাউন্ট ডিলিট করার মতই। আইফোন থেকে ইমো একাউন্ট ডিলিট করতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুনঃ

  • আপনার আইফোন বা আইপ্যাডে ইমো অ্যাপ ওপেন করুন
  • বামদিকের টপ কর্নারে থাকা থ্রি-ডটস আইকনে ট্যাপ করুন

পরের স্ক্রিনে প্রদর্শিত ডানদিকের টপ কর্নারে থাকা গিয়ার আইকনে ট্যাপ করুন

সেটিংস স্ক্রিন হতে Delete imo account অপশন সিলেক্ট করুন

  • এরপর আপনার ইমো একাউন্টের সাথে যুক্ত থাকা ফোন নাম্বার প্রদান করুন ও Delete অপশন সিলেক্ট করুন
  • এরপর একাউন্টের ডিলিট করার ব্যাপারটি স্ক্রিনে প্রদর্শিত পপ-আপ থেকে Yes সিলেক্ট করার মাধ্যমে কনফার্ম করুন
ইমো একাউন্ট ডিলিট করার নিয়ম

এভাবে উল্লিখিত উপায়ে আইফোনে বেশ সহজে আপনার ইমো একাউন্ট ডিলিট করতে পারবেন।

বিভিন্ন কারণে ইমো আইডি ডিলিট করার প্রয়োজন হতে পারে। একই সাথে একাধিক ডিভাইসে দুইটি ইমো একাউন্ট ব্যবহারের সুযোগ নেই, সেক্ষেত্রে অন্য ডিভাইসে শিফট হওয়ার আগে অবশ্যই আগের ইমো একাউন্ট ডিলিট করার প্রয়োজন হতে পারে। আবার সিম পরিবর্তন করলে সেক্ষেত্রে আগের ইমো একাউন্ট ডিলিট করে দেওয়া উচিত। যেকোনো প্রয়োজনে বেশ সহজে ইমো একাউন্ট ডিলিট করতে পারবেন উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *