হোয়াটসঅ্যাপ ইমোজি রিয়েকশন এলো, জানুন ব্যবহারের নিয়ম

হোয়াটসঅ্যাপ অ্যাপ এর অ্যান্ড্রয়েড ভার্সন ২.২২.১০.৭৪ ও আইওএস ভার্সন ২২.৯.৭৬ থেকে ইমোজি রিয়েকশন ফিচার যুক্ত হয়েছে। এই ফিচার ব্যবহার করে কোনো মেসেজে রিয়েকশন দেওয়া যাবে। ফেসবুক স্ট্যাটাসে যেমন রিক্যাক্ট করা যায় অনেকটা সেরকমই হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে রিয়েকশন দেয়া যাবে। একই ফিচার ইন্সটাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার ও আইমেসেজেও দেখা যায়। ইতিমধ্যে আপনার হোয়াটসঅ্যাপে এই ফিচার না পেয়ে থাকলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিন।

মেটা’র মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সম্প্রতি মেসেজ রিয়েকশন ফিচারটি যোগ হয়েছে। বেশ কিছুদিন ধরে ফিচারটি নিয়ে পরীক্ষা চালায় মেটা, তারপর ফিচারটি পাবলিক রিলিজ এর ঘোষণা দেওয়া হয়।

একটি অফিসিয়াল ব্লগ পোস্টে হোয়াটঅ্যাপ জানায়, “এটি জানাতে পেরে আমরা আনন্দিত যে অ্যাপ এর লেটেস্ট ভার্সনে ইমোজি রিয়েকশন যুক্ত হয়েছে। রিয়েকশন বেশ মজার ও এনগেজিং, এবং গ্রুপগুলোতে ওভারলোড কমায়। ভবিষ্যতে আরো অনেক এক্সপ্রেশন যুক্ত করে এই ফিচারটিকে আমরা উন্নত করে তুলবো।”

হোয়াটসঅ্যাপ এর ইমোজি রিয়েকশন ফিচারটি সকল অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন। এই ফিচার ব্যবহার করে চ্যাটে ইমোজি পাঠিয়ে গ্রুপ ভরিয়ে না ফেলে বরং মেসেজে রিয়েকশন প্রদান করা যাবে ছয়টি ইমোজি এর মাধ্যমে। এই ছয়টি ইমোজি হলোঃ

  • আপ (👍)
  • হার্ট (❤️)
  • ক্রাই লাফিং (😂)
  • শকড/ওয়াও (😲)
  • স্যাড (😢)
  • হ্যান্ডস টুগেদার/প্রেয়ার (🙏)

একই আপডেটে সকল ধরনের স্কিন টোনের জন্য ইমোজি আনতে যাচ্ছে বলে জানায় হোয়াটসঅ্যাপ। চলুন জেনে নেওয়া যাক কিভাবে হোয়াটসঅ্যাপ এর রিয়েকশন ফিচার ব্যবহার করতে হয়।

হোয়াটসঅ্যাপ ইমোজি রিয়েকশন ব্যবহারের নিয়ম

মোবাইলে ও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ এর ইমোজি রিয়েকশন ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েড / আইওএস

  • হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন ও কাংখিত চ্যাট ওপেন করুন
  • যে মেসেজে রিয়েক্ট দিতে চান, উক্ত মেসেজের উপর লং প্রেস করলে (অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখলে) রিয়েকশন ইমোজিগুলো দেখতে পাবেন
  • এরপর আপনার কাংখিত ইমোজি সিলেক্ট করে মেসেজে রিয়েক্ট প্রদান করুন

রিয়েকশন প্রদানের পর মেসেজের সাথে প্রদর্শিত ইমোজিতে ট্যাপ করলে কারা একই রিয়েকশন দিয়েছেন তা দেখতে পাবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

হোয়াটসঅ্যাপ ইমোজি রিয়েকশন এলো, জানুন ব্যবহারের নিয়ম

👉 মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম জানুন

ডেস্কটপ

  • হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
  • এরপর কাংখিত চ্যাটে ক্লিক করুন
  • যে মেসেজে রিয়েকশন প্রদান করতে চান উক্ত মেসেজের উপর মাউস নিয়ে পাশে থাকা স্মাইলি বা রিয়েকশন চিহ্নে ক্লিক করুন
  • এরপর ইমোজি আইকনসমূহ দেখতে পাবেন
  • এবার যেকোনো ইমোজি সিলেক্ট করে উক্ত মেসেজে আপনার পছন্দের রিয়েকশন দিতে পারবেন

আপনার হোয়াটসঅ্যাপে ইমোজি রিয়েকশন ফিচারটি পেয়েছেন কি? আমাদের জানান কমেন্ট সেকশনে। আরও জানতে পারেনঃ হোয়াটসঅ্যাপে বিশাল আপডেট এলো, নতুন সুবিধাগুলো জেনে নিন

👉 বোনাস ভিডিওঃ গ্রামীণফোন ই-সিম সম্পর্কে যেসব তথ্য আপনার জানা দরকার

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *