আগামী ২৯ মে থেকে ২১ জুন পর্যন্ত ২৩ দিন যাবত বাংলাদেশের সাথে যুক্ত সাবমেরিন ক্যাবল মেরামতের কাজ চলবে। এই লম্বা সময়ে সংশ্লিষ্ট সংযোগের ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার আশংকা করা হচ্ছে।
তবে এসময় দেশের ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখতে ২ টি বিকল্প পথ খোলা রাখা হবে বলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড সূত্রের বরাতে জানিয়েছে প্রিয়টেক।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সংস্কার কাজ প্রসঙ্গে গত শুক্রবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, উক্ত সময় বাংলাদেশের সাথে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হতে পারে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যবর্তী স্থানে ২৯ মে দেশের একমাত্র সাবমেরিন সংযোগ SMW-4 এর মেরামত কাজ করা হবে।
জনাব মনোয়ার আরও জানান, ২৯ মে SMW-4 লাইনের কাজ করার সময় বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইন্টারনেটের যোগাযোগ যাতে বিঘ্নিত না হয় সেজন্য সরকারি এই প্রতিষ্ঠান কর্তৃক আই-টু-আই ক্যাবল ভাড়া নেয়া হয়েছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।