ফিনল্যান্ডের প্রযুক্তি কোম্পানি এইচএমডি গ্লোবাল নতুন দুটি নকিয়া ফিচার ফোন বাজারে আনার ঘোষনা দিয়েছে। এগুলো হচ্ছে নকিয়া ১২৫ এবং নকিয়া ১৫০।
পলিকার্বনেট কেসিংয়ের এই ফোনদুটি নকিয়া এস৩০ সিরিজের অপারেটিং সিস্টেম ব্যবহার করবে। এগুলো চিরাচরিত বাটন ফোন, যাতে থাকছে ২.৪ ইঞ্চি স্ক্রিন।
উভয় ফোনেই থাকছে ডুয়াল সিম সাপোর্ট, ১০২৪ এমএএইচ ব্যাটারি, ব্লুটুথ, এফএম রেডিও প্রভৃতি। এগুলোতে ১৯.৪ ঘন্টা টকটাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং ২৩ দিনের মত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
ছবিঃ নকিয়া ১২৫
নকিয়া ১৫০ ফোনটিতে বাড়তি থাকছে ভিজিএ ক্যামেরা, ফ্ল্যাশ ও ৩২জিবি মেমোরি কার্ড সাপোর্ট।
ছবিঃ নকিয়া ১৫০
নকিয়া ১২৫ মডেলটির দাম হবে ২৪ ডলার, এবং ১৫০ মডেলের দাম পড়বে ২৯ ডলার। এগুলো আপনার নিকটস্থ দোকানে শীঘ্রই চলে আসবে বলে আশা করা হচ্ছে।
সেক্ষেত্রে তখন বাংলাদেশের জন্য দেয়া দাম জানতে পারবেন। আপাতত ধরে নিতে পারেন এগুলোর দাম ২০০০ থেকে ২৫০০ টাকার মধ্যে হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।