এসএমএস সার্চ বন্ধ করে দিচ্ছে গুগল

স্মার্টফোন ও অনলাইনের এই যুগে ইন্টারনেট সংযোগ ব্যতীত শুধুমাত্র টেক্সট মেসেজের মাধ্যমেও সার্চ সেবা প্রদান করে আসছিল গুগল। কিন্তু সম্প্রতি ফিচারটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েব জায়ান্ট।

সেবাটির মাধ্যমে মোবাইল থেকে কিওয়ার্ড লিখে ৪৬৬৪৫৩ নম্বরে এসএমএস পাঠিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যেত।

এক্ষেত্রে ফিরতি মেসেজে ওয়েব সার্চের মত কোন লিংক লিস্ট না দেখিয়ে সরাসরি টেক্সট চলে আসত। খেলাধুলার খবর, বিভিন্ন সংজ্ঞা প্রভৃতি জানার জন্য একটি ভাল উপায় ছিল গুগল এসএমএস সার্চ।

অবশ্য গুগলের “এসএমএস সার্চ” নামে কোন সেবা ছিল কিনা সেটিও অনেকেই হয়ত শোনেনইনি এতদিন।

কিন্তু ক্রমবর্ধমান স্মার্টফোন ও অনলাইন সার্চের ভীড়ে টেক্সট নির্ভর ঐ সার্ভিসটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এর আগে গুগল রিডার সহ আরও অনেক সেবার একই পরিণতি হয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *