বাংলাদেশে ব্যবসারত মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর পুরো মালিকানা নিতে যাচ্ছে এর মূল প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল।
বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারটেল জানায়, সম্প্রতি এয়ারটেল হোল্ডিংস (সিঙ্গাপুর) পিটিই. লিমিটেডের সাথে ওয়ারিদ গ্রুপের সম্পাদিত এক চুক্তির আওতায় বাংলাদেশে ওয়ারিদের বাকি ৩০ শতাংশ মালিকানাও কিনে নেবে ভারতী এয়ারটেল। উক্ত চুক্তি কার্যকর হলে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের পুরো মালিকানা পাবে ভারতী এয়ারটেল।
ঐ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত চুক্তি অনুযায়ী মালিকানা হস্তান্তরের বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষেই সম্পন্ন হবে।
আগেই হয়ত জেনে থাকবেন, ২০১০ সালের জানুয়ারিতে ভারতী এয়ারটেল ওয়ারিদ টেলিকম বাংলাদেশের ৭০ শতাংশ শেয়ার ৩০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয়। তবে বাকি ৩০ শতাংশ মালিকানার মূল্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
বর্তমানে ৭৪ লাখ গ্রাহক নিয়ে এয়ারটেল হচ্ছে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম মোবাইল অপারেটর।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।