ব্ল্যাকবেরি সিইও থরসেন হিন্স সম্প্রতি ব্লুমবার্গ নিউজ সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ট্যাবলেট কম্পিউটারের বিলুপ্তি ঘটবে। আর এই সময়কালে তার কোম্পানি মোবাইল কম্পিউটিং জগতের সম্পূর্ণ নেতৃত্ব দখল করবে। মিঃ হিন্সের ভাষায়, “আমি মনে করিনা যে পাঁচ বছর পরে একটি ট্যাবলেট রাখার কোন কারণ থাকবে। হতে পারে আপনার কর্মক্ষেত্রে আরও বড় স্ক্রিন (ডিভাইস) থাকবে, কিন্তু এরকম কোন ট্যাবলেট নয়। ট্যাবলেট কোন ভাল ব্যবসায়িক আদর্শ নয়।”;
কিন্তু ব্ল্যাকবেরি সিইও কর্তৃক প্রদত্ত তত্বের সাথে বর্তমান ইলেকট্রনিকস বাজারের খুব একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাপল এবং দক্ষিণ কোরীয় নির্মাতা স্যামসাং দিন দিন ট্যাবলেট ডিভাইসের শিপমেন্ট বাড়িয়েই যাচ্ছে। তাহলে থরসেন হিন্স ঠিক কীসের ভিত্তিতে ট্যাবলেট বিলুপ্তির পূর্বাভাস করলেন সেটি পুরোপুরি স্পষ্ট নয়।
আপনার কী মনে হয়, ৫ বছরের মধ্যে ট্যাবলেট সত্যি সত্যিই বিলুপ্ত হবে?
যদিও ভবিষ্যতে ট্যাবলেটের স্থলে কী ধরণের কম্পিউটিং ডিভাইস আসবে সেটি নির্দিষ্ট করে বলেননি মিঃ হিন্স। তবে ব্ল্যাকবেরি’র নিজ অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা নেয়া হয়, সেক্ষেত্রে মিঃ হিন্স কিছুটা সঠিক বটে! কেননা তাদের “প্লেবুক” ট্যাবলেট কনস্যুমার মার্কেটে ব্যাপক ফ্লপ করেছে। ২০১১ সাল থেকে পুরো আটটি কোয়ার্টার জুড়ে মাত্র ২.৪ মিলিয়ন ইউনিট প্লেবুক বিক্রি হয়েছে। অথচ ঐ একই সময়ে প্রায় ১১১.৮ মিলিয়ন আইপ্যাড এবং অজানা সংখ্যক ৮ ইঞ্চি আইপ্যাড মিনি বিক্রি করেছে।
ব্লুমবার্গ টিভির সাথে এক সাক্ষাৎকারে হিন্স তাদের নতুন কিউ১০ হ্যান্ডসেটের সাফল্যের ব্যাপারে বেশ আত্নবিশ্বাসী ছিলেন। তবে এখন পর্যন্ত ডিভাইসটির কত ইউনিট বিক্রি হয়েছে সে সম্বন্ধে তিনি কিছু বলেননি। মে মাসের শেষদিকে যুক্তরাষ্ট্রের বাজারেও কিউ১০ মুক্তি পাবে। এতে রয়েছে সর্বশেষ বিবি১০ অপারেটিং সিস্টেম, ৩.১ ইঞ্চি (৭২০ x ৭২০) সুপার এমোলেড টাচস্ক্রিন, ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর, ১৬ জিবি স্টোরেজ, ২ জিবি র্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট, ফোরজি কানেক্টিভিটি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, ৮ মেগাপিক্সেল প্রাইমারি- ২ এমপি সেকেন্ডারি ক্যামেরা, ওয়াইফাই, কোয়ের্টি কিবোর্ড প্রভৃতি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।