লিক হয়েছে এইচটিসি ওয়ানের মিনি ভার্সন “এম৪”

তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা এইচটিসির ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড ডিভাইস এইচটিসি ওয়ান এর ইউনিবডি ডিজাইন ও চমৎকার ফিনিশিং নিয়ে বেশ আলোচিত হচ্ছে। আর এজন্যই কোম্পানিটি সেটটির মিনি ভার্সন বাজারে আনার পরিকল্পনা করছে। ফোনএরিনার তথ্য অনুযায়ী, এইচটিসি ওয়ানের এই ছোট সংস্করণের কোডনেম  হবে “এম৪”;

ফোনএরিনা রিপোর্ট করছে, এইচটিসি এম৪ এর ডিজাইন প্রায় এইচটিসি ওয়ানের মতই হবে।

তবে স্পেসিফিকেশনে কিছুটা পার্থক্য থাকতে পারে। এইচটিসি ওয়ানে স্ক্রিন সাইজ ৪.৭ ইঞ্চি হলেও এইচটিসি এম৪ এ ৪.৩ ইঞ্চি (৭২০পি) স্ক্রিন থাকবে বলে জানিয়েছে ফোনএরিনা। বড় ভার্সনের মতই, অপেক্ষাকৃত ছোট হ্যান্ডসেটটিতেও আল্ট্রাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

এইচটিসি এম৪ এ আরও আসছে ২ জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ, এলটিই কানেক্টিভিটি প্রভৃতি। স্মার্টফোনটি এন্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে চলবে। এতে ১৭০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি থাকবে।

সব মিলিয়ে, এইচটিসি এম৪ দেখতে মোটামুটি এইচটিসি ওয়ানের মত হবে এবং এটি একটি মিড-রেঞ্জের ফোন হিসেবে আত্নপ্রকাশ করবে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জুন মাস নাগাদ ডিভাইসটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *