নকিয়ার নতুন ৩টি ফোনঃ নকিয়া ৫.১, নকিয়া ৩.১ ও নকিয়া ২.১

নকিয়া ৫.১

গত বছরের তিন জনপ্রিয নকিয়া ফোন নকিয়া ২, নকিয়া ৩ আর নকিয়া ৫ এলো নতুন রূপে। গতকালই এইচএমডি গ্লোবাল মস্কোতে তাদের এক ইভেন্টে প্রকাশ করেছে নতুন নকিয়া ৫.১, ৩.১ ও ২.১ মডেলের তিনটি এন্ড্রয়েড স্মার্টফোন। এইচএমডি দাবি করছে, গ্রাহকদের ফিডব্যাকের ভিত্তিতেই বরাবরের মত আপডেটগুলো নিয়ে এসেছে তারা। তিনটি ফোনেই স্টক এন্ড্রয়েড ব্যবহৃত হয়েছে এবং এগুলো এন্ড্রয়েড পি সহ ৩ বছর পর্যন্ত রেগুলার সিকিউরিটি আপডেট (নকিয়া ৩.১ ও ৫.১) পাবে।

নকিয়া ৫.১

নতুন নোকিয়া ৫ আগের টার মতনই দেখতে। কিন্তু এবারেরটা ১৮:৯ পর্দা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছনে নিয়ে এসেছে। পারফর্মেন্স এর দিক থেকেও এসেছে পরিবর্তন। এইচ এমডি দাবি করছে আগেরটার চেয়ে ৪০ % বেশি শক্তিশালী এটা।

নকিয়া ৫.১

নকিয়া ৫.১ স্পেসিফিকেশন

  • ৫.৫ ইঞ্চি ফুল এইচডি+ ১৮:৯ ডিসপ্লে, গরিলা গ্লাস
  • মিডিয়াটেক হেলিও পি১৮ অক্টাকোর প্রসেসর
  • ২/১৬ জিবি অথবা ৩/৩২ জিবি ভ্যারিয়েন্ট
  • ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • ১৬ মেগাপিক্সেল ব্যাক ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩০০০ মিলি অ্যামপিয়ার ব্যাটারি
  • এন্ড্রয়েড ওয়ান (অরিও ৮.০) ডিভাইস
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • দাম শুরু হবে ২১৮ ডলার থেকে

নোকিয়া ৩.১

নকিয়া ৩.১ এর ডিজাইন গতবারের নোকিয়া ৩ এর মত সাদামাটা না। এবারের ডিজাইন ফ্ল্যাগশিপ গ্রেড প্রিমিয়াম ডিজাইন। রয়েছে ডায়মন্ড কাট এলুমিনিয়াম এজ ও ২.৫ ডি কর্নিং গরিলা গ্লাস ৩। এটি কম্প্যাক্ট কিন্তু পাওয়ারফুল ডিভাইস।

নোকিয়া ৩.১

নকিয়া ৩.১ স্পেসিফিকেশন

  • ৫.২ ইঞ্চি এইচডি ১৮:৯ ডিসপ্লে
  • মিডিয়াটেক ৬৭৫০এন অক্টাকোর চিপসেট
  • ২/১৬ জিবি অথবা ৩/৩২ জিবি ভ্যারিয়েন্ট
  • ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২৯৯০ মিলি অ্যামপিয়ার ব্যাটারি
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
  • এন্ড্রয়েড ওয়ান (অরিও ৮.০) ডিভাইস
  • দাম শুরু হবে ১৬০ ডলার থেকে

নকিয়া ২.১

নকিয়া ১ এর মত এটাও এন্ড্রয়েড অরিও গো এডিশন নিয়ে বাজারে আসবে। গতবারের নোকিয়া ২ এর মতই এটা ২ দিনের ব্যাটারি ব্যাকআপ এর প্রতিশ্রুতি নিয়ে এসেছে। তবে পারফর্মেন্সে এসেছে বিরাট পরিবর্তন। এবারের নকিয়া ২ তে দেয়া হয়েছে স্ন্যাপড্রাগণ ৪২৫ চিপসেট। পাশাপাশি ৫.৫ ইঞ্চির ডিসপ্লে ও ডুয়াল ফ্রন্ট ফায়ারিং স্পিকার নিয়ে মিডিয়া কেন্দ্রিক ডিভাইস হিসেবে ভালোই উপযুক্ত ফোনটি।

নকিয়া ২.১

নকিয়া ২.১ স্পেসিফিকেশন

  • ৫.৫ ইঞ্চি এইচডি স্ক্রিন
  • স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর
  • ১ জিবি র‍্যাম
  • ৮ জিবি স্টোরেজ (১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট)
  • ৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৪০০০ মিলিএম্প ব্যাটারি
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
  • এন্ড্রয়েড অরিও গো অপারেটিং সিস্টেম
  • দাম হবে ১১৫ মার্কিন ডলার

এবছর জুন থেকে জুলাইয়ের মধ্যে তিনটি ফোনই বাজারে চলে আসবে। আপনি কোনটি কিনবেন?

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,157 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.