সাশ্রয়ী শাওমি রেডমি ৪এক্স স্মার্টফোন এলো বাংলাদেশে

বাংলাদেশে এলো স্বল্পদামের শাওমি রেডমি ৪এক্স এন্ড্রয়েড স্মার্টফোন। ৫ ইঞ্চি স্ক্রিনের শাওমি রেডমি ফোরএক্স ফোনটি গ্রামীণফোনের অফারের আওতায় কিনে সিমের সাথে ট্যাগ করলে ১০জিবি পর্যন্ত জিপি ইন্টারনেট বিনামূল্যে পাওয়া যাবে। চলুন জেনে নিই শাওমি রেডমি ৪এক্স ফোনের স্পেসিফিকেশন।

  • ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে (৭২০x১২৮০), ২.৫ডি কার্ভ, ২৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি
  • স্ন্যাপড্রাগন ৪৩৫ অক্টাকোর ১.৪ গিগাহার্টজ প্রসেসর
  • ২ জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ, ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট (২য় সিম স্লট)
  • ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৪১০০ এমএএইচ ব্যাটারি
  • এন্ড্রয়েড ৬.০.১ মার্সম্যালো ওএস, এমআইইউআই ৮
  • ডুয়াল সিম ফোরজি

শাওমি রেডমি ৪এক্স ফোনটির দাম ১২,৯৯০ টাকা।

শাওমি’র নতুন স্মার্টফোনের সাথে গ্রামীণফোন ইন্টারনেট অফারের বিস্তারিত

ট্যাগিং অফার

  • গ্রাহক প্রতিটি নতুন হ্যান্ডসেট ক্রয় করে বৈধ ট্যাগিং এর মাধ্যমে ফ্রি ১জিবি ইন্টারনেট পাবেন মেয়াদ ৭ দিন।
  • সাথে থাকছে ৫০ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) 500MB (মেয়াদঃ ৭ দিন) কিনলে 500MB (মেয়াদঃ ৭ দিন) একদম ফ্রি।
  • গ্রাহক সর্বোচ্চ ৬ বার এই অফারটি গ্রহন করতে পারবেন (৩ মাসে ৬ বার)।
  • এছাড়াও থাকছে ১০০ টাকায়(সকল চার্জ অন্তর্ভুক্ত) 1GB (মেয়াদঃ ৭ দিন) কিনলে 1GB (মেয়াদঃ ৭ দিন) একদম ফ্রি।
  • গ্রাহক সর্বোচ্চ ৬ বার এই অফারটি গ্রহন করতে পারবেন (৩ মাসে ৬ বার)।
  • এই অফারটি সকল গ্রামীণফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য।

চালুকরণ পদ্ধতি (Start), ট্যাগিং এর জন্য

  • গ্রাহককে প্রথমে নতুন কেনা হ্যান্ডসেটের মেসেজ অপশন থেকে লিখে “FREE1GB” এসএমএসটি 5050 তে (চার্জ প্রযোজ্য নয়) সেন্ড করতে হবে।
  • অফার ১ কিনতে “BUY500” লিখে এসএমএসটি 5050 তে (চার্জ প্রযোজ্য নয়) সেন্ড করতে হবে।
  • অফার ২ কিনতে “BUY1GB” লিখে এসএমএসটি 5050 তে (চার্জ প্রযোজ্য নয়) সেন্ড করতে হবে।
  • গ্রাহক ট্যাগিং অথবা অফার কেনার পর বৈধ একটি নিশ্চিতকরন বার্তা পাবেন।
  • চেক পয়েন্টঃ “Check BUY500” or “Check BUY1GB” লিখে 5050 নম্বরে পাঠিয়ে দিলে গ্রাহক কতবার অফারটি নিয়েছেন তা জানতে পারবেন।
  • কি ওয়ার্ড গুলো কেইস সেন্সটিভ নয়।
  • বোনাস ব্যালেন্স চেকঃ প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকগণ *121*1*2# ডায়াল করে ক্রয়কৃত ইন্টারনেট ব্যালেন্স ও বোনাস ব্যালেন্স জানতে পারবেন।
  • সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে অফারটি পাওয়া যাবে।

রেডমি ৪এক্স ও শাওমি জিপি অফারটির শর্তাবলী এবং বিস্তারিত জানতে ভিজিট করুন শাওমি বাংলাদেশ ওয়েবসাইট।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *