আইফোনের জন্য ফ্রি ভিপিএন আনলো অপেরা

opera-vpn-pr-iphone-viking

গত মাসে অপেরা তাদের ব্রাউজারের ডেভেলপার ভার্সনে সম্পূর্ণ ফ্রি ভিপিএন যোগ করেছে আর গত সপ্তাহে বিল্ট-ইন ভাবে অ্যাড ব্লকিং সুবিধা চালু করেছে। অপেরার এই ভিপিএন সুবিধাটি এখন আইওএস চালিত আইফোন ও আইপ্যাডেও চলবে। এজন্য নতুন অ্যাপ অপেরা ভিপিএন রিলিজ করেছে ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠানটি।

অপেরা এর আগেও ভিপিএন সেবা চালু করেছিল যাতে তারা তৃতীয় একটি কোম্পানি সার্ফ ইজি এর সেবা গ্রহণ করেছিল। কিন্তু সেটি সম্পূর্ণ ফ্রি ছিলনা। নির্দিষ্ট সময় পর তা চালাতে সাবস্ক্রিপশন ফি দরকার হত। অন্যান্য যে ভিপিএনগুলো ফ্রি তাতে স্ক্রিনে অ্যাড আসতে থাকে। অপেরার নতুন অ্যাপটি সে তুলনায় অনেক ভাল। আপনি চাইলেই অপেরার এই ফ্রি আনলিমিটেড ভিপিএন অ্যাপটি ব্যবহার করে আপনার ইন্টারনেট কানেকশন রাউট করতে পারবেন, ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর হবে। সফটওয়্যারটি অ্যাড এর পাশাপাশি ট্র্যাকারও বন্ধ করে রাখে। আপাতত আইওএসের জন্য অপেরার এই ফ্রি ভিপিএনে কোনো বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছেনা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *