আইফোন ৭ দেখে সবাই বলবে “এটা ছাড়া থাকা অসম্ভব” – টিম কুক

সম্প্রতি এক ইন্টারভিউতে অ্যাপল সিইও টিম কুক খুব আত্নবিশ্বাসের সাথে বলেছেন, নিকট ভবিষ্যতে অ্যাপল এমন কিছু নতুন প্রযুক্তি আনবে যা আসার পর আমরা চিন্তা করতে বাধ্য হব কীভাবে আমরা এই প্রযুক্তি ছাড়া আগে জীবন যাপন করেছি।

এক কথায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। খুব সম্ভবত এটা আইফোন ৭ এ (অর্থাৎ পরবর্তী আইফোনে) দেখা যাবে।

“We are going to give you things that you can’t live without, that you just don’t even know you need today…You will look back and wonder ‘how did I live without this?'”

টিম কুক ইঙ্গিত দেন, নতুন যে আইফোন আসবে তাতে এমন সব আপগ্রেড থাকবে যে ব্যবহারকারীরা ভাববে এই সুবিধা ছাড়া চলাই সম্ভব নয়। বরং পিছনের দিকে তাকিয়ে মনে হবে এই সুবিধা ছাড়া আগে আমরা কীভাবে চলেছি।

টিম কুক আরও বলেন অ্যাপল তার কাজের উপর খুবই আনন্দিত এবং তারা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তিও অধিগ্রহণ করে চলছে।

তবে টিম কুকের এত সব আশাব্যঞ্জক কথার পরও এটা এখনো অস্পষ্ট যে আসলে কী ধরণের পরিবর্তন বা উন্নয়ন আসতে যাচ্ছে। গতবার যখন অ্যাপল এ ধরণের আশ্বাস দিয়েছিল তখন অ্যাপল তাদের আশ্বাস অনুযায়ী ইতিহাসের সব থেকে ভাল ফিস্কাল কোয়ার্টার রচনা করেছিল।

এবারের নতুন এই আকর্ষণ দেখতেও আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *