পহেলা এপ্রিল ২০১৩’তে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবং ওয়েব কোম্পানি গুগল পাল্টাপাল্টি কার্যক্রমের মাধ্যমে একে অপরকে তিরস্কার করেছে। কারো নাম উল্লেখ ব্যতিরেকেই পুরো ব্যাপারটি কৌতুকের মাধ্যমে সম্পাদিত হয়েছে।
এক্ষেত্রে গুগল তাদের মেইল সেবার নতুন রূপ “জিমেইল ব্লু” চালু করার ঘোষণা দেয়। আগেই জেনে থাকবেন, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরবর্তী আপগ্রেড হবে “উইন্ডোজ ব্লু”- আর গুগল সেদিকেই ইঙ্গিত করেছে। উইন্ডোজ ব্লু’কে কিছুটা খোঁচা দিয়ে গুগল আরও বলেছে, “জিমেইল ব্লু’তে সেবাটিকে অবিকল আগের মত রেখেই এর সম্পূর্ণ রি-ডিজাইন করা হয়েছে”; কিন্তু “অবিকল আগের মত” রেখে আবার “সম্পূর্ণ রিডিজাইন (পুনরায় নকশা)” কীভাবে সম্ভব সেটি অবশ্য গুগল জানায়নি। একে আপনি সোজাভাবে ইন্টারফেস পরিবর্তন হিসেবে ধরে নিলেও এখানে দুষ্টু গুগল মূলত উইন্ডোজ এইট এবং উইন্ডোজ ব্লু’র প্রতি তিরস্কার করেছে।
অপরদিকে মাইক্রোসফটও ছেড়ে দেয়নি। তারা বিং সার্চ ইঞ্জিনে গুগলের মত সাদাসিধা ইন্টারফেস প্রদর্শন করেছে। এতে সার্চ বক্সে “Google” লেখার সাথে সাথে আরেকটি বাটন হাজির হয়, যাতে লেখা “I am Feeling Confused”। সেখানে টিপস আকারে আরও লেখা আসে, “মজাদার অনেক ফ্লেভার উপলভ্য থাকা স্বত্বেও বেশিরভাগ লোকজনই এখনও ভ্যানিলা বেছে নিচ্ছে”; এক্ষেত্রে মূলত বিং এর নজরকাড়া গ্রাফিক্সকে গুগল সার্চ পেজের সাথে তুলনা করা হয়েছে।
এবছর এপ্রিল ফুল উপলক্ষ্যে আরও বেশ কয়েকটি কৌতুকময় প্রকল্প হাতে নিয়েছে গুগল। এর মধ্যে আছে গুগল নোস, যা আপনার মনিটরের মাধ্যমে সার্চ করা বস্তুর গন্ধও ছড়িয়ে দেবে। সার্চ রেজাল্টের পাশে “স্মেল” বাটনে ক্লিক করে স্ক্রিনের কাছাকাছি নাক এনে বিষয়বস্তুর ঘ্রাণ নিতে গিয়ে অনেকেই বোকা বনেছেন। এছাড়া গুগল এনালাইটিক্স ব্যবহার করলে হয়ত খেয়াল করেছেন, গতকাল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ৪১ জন ক্রু আপনার ওয়েবসাইটে সারাক্ষণ অনলাইনে ছিলেন! (কিন্তু লাইভ ট্র্যাফিক ফিডে বাই-ডিফল্ট এদেরকে দেখা যায়নি); এটিও মূলত গুগলের এপ্রিল ফুল প্রজেক্ট ছিল। এমনকি ইউটিউব বন্ধ করে দেয়ার ঘোষণা এবং ট্রেজার ম্যাপ চালুর বিষয়টিও একই প্রকল্পেরই অংশ। অর্থাৎ, সবই ভুয়া! এসকল এপ্রিল ফুল জোক পড়তে এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।