এপ্রিল স্পেশালঃ ইউটিউব বন্ধ করে দিচ্ছে গুগল!

youtube...,.ইউটিউব ব্লগে গতকাল ৩১ মার্চ এক পোস্টে গুগল জানিয়েছে তারা জনপ্রিয় ভিডিও শেয়ারিং সেবা ইউটিউব বন্ধ করে দেবে। উক্ত ব্লগ অনুযায়ী, পুরো ইউটিউব আসলে আট বছর জুড়ে এক ভিডিও প্রতিযোগিতা ছিল যা এখন যথেষ্ট কনটেন্ট পেয়েছে। বর্তমানে সাইটটিতে প্রতি মিনিটে ৭২ ঘন্টা সময়কালের ভিডিও ক্লিপ আপলোড হচ্ছে এবং এখনই এই কমপিটিশন থেকে এ পর্যন্ত সৃষ্ট সবচেয়ে ভাল ভিডিও বাছাই করে বিজয়ী ঘোষণা দেয়া হবে। আর পহেলা এপ্রিল মাঝরাতে ইউটিউব সাইটটিও বন্ধ করা হবে।

তবে বহু বছর পর এটি আবারও চালু হবে, কিন্তু তখন এতে শুধুমাত্র সেরা ভিডিও ক্লিপটিই দেখা যাবে।

গুগল বলছে, ইউটিউবের সমস্ত ডেটাবেইস থেকে সর্বোত্তম ক্লিপ তুলে আনার জন্য তাদের ৩০,০০০ টেকনিশিয়ান কাজ করে যাচ্ছে। এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যেদের মধ্যে আরও রয়েছেন বিভিন্ন ইউটিউব সেলিব্রেটি, কমেন্টার এবং ফিল্ম রিভিউয়ার।

এপ্রিলের ১ তারিখ সকাল ৯টায় সেরা ভিডিওর মনোনয়ন ঘোষণার সরাসরি অনুষ্ঠান শুরু হওয়ার কথাও উল্লেখ আছে ঐ ব্লগ পোস্টে।

সত্যি সত্যিই কি বন্ধ হয়ে যাবে ইউটিউব? মাত্র কয়েকদিন আগেই সাইটটিতে মাসে এক বিলিয়নের বেশি ইউনিক ভিজিটর নিয়মিত আসার খবর পাওয়া গিয়েছিল। তাহলে সেবাটি বন্ধ করার কারণ কী?

মূল ব্যাপার হচ্ছে এটি আসলে গুগলের আরেকটি এপ্রিল ফুল জোক। এর আগেও এপ্রিলের ১ তারিখ উপলক্ষ্যে  উদ্ভট সব আইডিয়া নিয়ে ব্লগে পোস্ট দিয়েছে গুগল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *