

সাইটে ঢুকতেই আপনাকে বলা হবে, “রজনীকান্ত কোনো সাধারণ মানুষ নন এবং এটিও কোনো সাধারণ সাইট নয়।” এটি চলে ‘রজনী পাওয়ারে”।
ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকবে বিশেষ মিউজিক। হোমপেইজেই দেখবেন জেমস বন্ড স্টাইলে রিভলভার হাতে রজনীকান্তের অ্যানিমেটেড একটি ছবি। এর বেশি এগুতে চাইলে আপনাকে হয় ইন্টারনেট কানেকশন বন্ধ করতে হবে অথবা ব্রাউজারের ‘অফলাইন মোড’ সিলেক্ট করে নিতে হবে। কীভাবে তা করবেন সেই নির্দেশনা সাইটেই দেয়া আছে।
নেট কানেকশন বন্ধ করে নেওয়ার পর আপনাকে জানানো হবে তাদের কথামতো কাজটি করায় আপনি সাইটটি ব্রাউজ করার ‘যোগ্যতা’ অর্জন করেছেন।

- “রজনীকান্ত একদিন তার মার সঙ্গে রাগ করে তার সব ডিনার সেট ছুড়ে মেরেছিলেন। আজ সেগুলোই ফ্লাইং সসার নামে পরিচিত।”
- “রজনীকান্ত হাতে ঘড়ি পড়েন না। তিনিই ঠিক করেন কয়টা বাজে।”
- “মাইকেল জর্ডন একবার বলেছিলেন, “আমি আঙুলের উপর দুই ঘণ্টা ধরে বল ঘুরাতে পারি, তুমি কি এমন করতে পারবে?” রজনীর উত্তর ছিল, “রাস্কেল, পৃথিবীটা কেন ঘুরছে জানিস?”
অল অ্যাবাউট রজনী ভিজিট করেছেন তো? কেমন লাগল সাইটটি?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!