আসছে স্লিম ও সস্তা ‘নকিয়া ২২৫ ইন্টারনেট ফোন’!

Nokia-225-Dual-SIM-Beauty1-jpgফিনিশ মোবাইল নির্মাতা নকিয়া বিদায়লগ্নে এসে আরও একটি স্বল্পমূল্যের ইন্টারনেট মোবাইল ফোন প্রকাশ করল। নকিয়া ২২৫ মডেলের এই ফোনটি নকিয়ার সবচেয়ে স্লিম ইন্টারনেট মোবাইল বলে দাবি করেছে কোম্পানিটি।

নকিয়া ২২৫ এ রয়েছে ২.৮ ইঞ্চি ডিসপ্লে, নকিয়া ক্লাউড পাওয়ারড এক্সপ্রেস ব্রাউজার, ফেসবুক-টুইটার অ্যাপ, ৩২জিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ, স্ল্যাম, ডুয়াল স্পিকার, মাইক্রোসিম, এফএম রেডিও প্রভৃতি।

নকিয়া ২২৫ ফোনে পাঁচটি প্রিলোডেড গেমস পাবেন। এগুলো হচ্ছে ব্লক ব্রেকার ৩, অ্যাসফ্যাল্ট ৬, অ্যাসাসিনস ক্রিড ৩, দি অ্যাভেনজারস এবং রিয়েল ফুটবল ২০১২।

হ্যান্ডসেটটিতে পাবেন ১২০০ এমএএইচ ব্যাটারি যা কিনা সিঙ্গেল সিমে ৩৬ দিনের স্ট্যান্ডবাই টাইম, ২১ ঘন্টা টকটাইম ও ৪৯ ঘন্টা মিউজিক প্লেব্যাক সুবিধা দেবে। ডুয়াল সিমের ক্ষেত্রে স্ট্যান্ডবাই টাইম ২৭ দিনের মত পাওয়া যাবে।

উজ্জ্বল সবুজ, সাদা, কালো, লাল ও হলুদ রঙ নিয়ে নকিয়া ২২৫ বাজারে আসবে চলতি বছরের ২য় প্রান্তিকে। এর দাম হবে মাত্র ৫৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় মাত্র ৪২০০ টাকা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *