ফিনিশ মোবাইল নির্মাতা নকিয়া বিদায়লগ্নে এসে আরও একটি স্বল্পমূল্যের ইন্টারনেট মোবাইল ফোন প্রকাশ করল। নকিয়া ২২৫ মডেলের এই ফোনটি নকিয়ার সবচেয়ে স্লিম ইন্টারনেট মোবাইল বলে দাবি করেছে কোম্পানিটি।
নকিয়া ২২৫ এ রয়েছে ২.৮ ইঞ্চি ডিসপ্লে, নকিয়া ক্লাউড পাওয়ারড এক্সপ্রেস ব্রাউজার, ফেসবুক-টুইটার অ্যাপ, ৩২জিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ, স্ল্যাম, ডুয়াল স্পিকার, মাইক্রোসিম, এফএম রেডিও প্রভৃতি।
নকিয়া ২২৫ ফোনে পাঁচটি প্রিলোডেড গেমস পাবেন। এগুলো হচ্ছে ব্লক ব্রেকার ৩, অ্যাসফ্যাল্ট ৬, অ্যাসাসিনস ক্রিড ৩, দি অ্যাভেনজারস এবং রিয়েল ফুটবল ২০১২।
হ্যান্ডসেটটিতে পাবেন ১২০০ এমএএইচ ব্যাটারি যা কিনা সিঙ্গেল সিমে ৩৬ দিনের স্ট্যান্ডবাই টাইম, ২১ ঘন্টা টকটাইম ও ৪৯ ঘন্টা মিউজিক প্লেব্যাক সুবিধা দেবে। ডুয়াল সিমের ক্ষেত্রে স্ট্যান্ডবাই টাইম ২৭ দিনের মত পাওয়া যাবে।
উজ্জ্বল সবুজ, সাদা, কালো, লাল ও হলুদ রঙ নিয়ে নকিয়া ২২৫ বাজারে আসবে চলতি বছরের ২য় প্রান্তিকে। এর দাম হবে মাত্র ৫৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় মাত্র ৪২০০ টাকা।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।