ঢাকা বোর্ডের এইচএসসি ইংরেজি ২য় পত্র পরীক্ষা ৮ জুন (২০১৪)

প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ১০ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠেয় এইচএসসির যে (ইংরেজি ২য় পত্রের) পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল তার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জুন সকাল ১০টায় ঐ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

গতকাল বুধবার প্রশ্নপত্র ফাঁস হয় বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে। এরপর ফাঁস হওয়া প্রশ্নপত্রের সাথে মূল প্রশ্নের মিল পেয়ে বোর্ড কতৃপক্ষ শুধু ঢাকা বোর্ডে আজকের ইংরেজি ২য় পত্র পরীক্ষাটি স্থগিত করে। এ ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *