গিনেজ বুকে স্বীকৃতি পেল বাংলাদেশের লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত!

lakho konthe nt anth২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে লাখো কণ্ঠে ‘আমার সোনার বাংলা’ গেয়ে একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের জাতীয় সংগীত গাওয়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক স্টেটমেন্টে বাংলাদেশকে এই স্বীকৃতি দিয়েছে।

গিনেজ কর্তৃপক্ষ ঐ ঘোষণায় বলেছে, একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ডটি এখন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিকারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দুই লাখ ৫৪ হাজার ৫৩৭ জন মানুষ একসঙ্গে জাতীয় সংগীত গেয়ে এ রেকর্ড গড়েছে।

সংস্থাটির মূল ইংরেজি পোস্টটিতে লেখা আছে, “The most people singing a national anthem simultaneously is 254,537 and was achieved by the Ministry of Cultural Affairs, Government of the Peoples’ Republic of Bangladesh (Bangladesh) at the National Parade Ground in Dhaka, Bangladesh, on 26 March 2014.”

এর আগে ২০১৩ সালের ৬ মে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে গিনেজ বুকে স্থান করে নিয়েছিল ভারত। সাহারা ইন্ডিয়া পরিবারের ওই আয়োজনে ১ লাখ ২১ হাজার ৬৫৩ জন অংশ নিয়েছিলেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *