প্রিমিয়াম গ্রাহকদের জন্য সিটি ব্যাংক নিয়ে এলো আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড। এটি অ্যামেক্সের আরও বেশি এক্সক্লুসিভ এবং ভিআইপি সুবিধা যুক্ত হয়েছে। নতুন বছরে কার্ড সদস্যরা পাচ্ছেন আকর্ষণীয় ২০,০০০ টাকা মূল্যমানের স্বাগত উপহার ভাউচার। এটি আপনার স্টাইলিশ ও আরামদায়ক জীবনযাত্রা আরও এক ধাপ এগিয়ে নেবে।
সিটি ব্যাংকের এই নতুন প্ল্যাটিনাম রিজার্ভ কার্ডের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে, এটি বাংলাদেশে চালু হওয়া প্রথম অ্যামেক্স মেটাল কার্ড। প্লাস্টিকের পরিবর্তে কার্ডটি ধাতু দিয়ে তৈরি যা এতে আলাদা আবেদন তৈরি করে। এই পোস্টে আমরা সিটি ব্যাংকের নতুন এই কার্ডের ব্যতিক্রমী কিছু সুবিধা জানব।
🌍 ভ্রমণ সুবিধায় আরও এক ধাপ এগিয়ে
সিটি ব্যাংকের নতুন প্ল্যাটিনাম রিজার্ভ কার্ডে রয়েছে ফ্রি Priority Pass সুবিধা। এর মাধ্যমে বিশ্বজুড়ে ১৭০০টিরও বেশি এয়ারপোর্ট লাউঞ্জে অগ্রাধিকার প্রবেশাধিকার এখন আরও সহজ। কার্ডহোল্ডাররা পাবেন সীমাহীন ফ্রি এক্সেস, সঙ্গে দুইজন অতিথির জন্যও একই সুযোগ।
ভ্রমণের সময় গাড়ি ভাড়ার ক্ষেত্রে থাকবে SIXT Rent a Car লয়্যালটি প্রোগ্রামে ফ্রি এনরোলমেন্ট ও প্রায়োরিটি সার্ভিস। থাকছে ডিসকাউন্ট এবং ফ্রি আপগ্রেড সুবিধা। এছাড়াও, Fastrack VIP Meet & Greet সার্ভিসে ১০% ছাড়ে বিমানবন্দরের ইমিগ্রেশন ও সিকিউরিটি লাইন সহজ করে দ্রুত চলাচলের সুযোগ মিলবে।
🏨 হোটেল ও ডাইনিং সুবিধা
বিশ্বমানের হোটেল অভিজ্ঞতার জন্য থাকছে দুই বছরের ফ্রি Tablet Plus সদস্যপদ — আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে শুরু করে বুটিক হোটেল পর্যন্ত। এছাড়া ভোজনরসিকদের জন্যও থাকছে অসাধারণ সুযোগ। বাংলাদেশের শীর্ষ ফাইভ-স্টার হোটেলগুলোর বুফেতে Buy 1, Get 2 Complimentary Buffet অফার সহ বিশ্বের বিভিন্ন দেশের নামকরা রেস্তোরাঁয় এক্সক্লুসিভ খাওয়াদাওয়ার সুবিধা পাবেন।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
💳 স্মার্ট লেনদেন ও রিওয়ার্ড
কার্ডে যুক্ত হয়েছে The Limitless Edge নামের রিয়েল-টাইম অটো-ডেবিট ফিচার। এর ফলে লেনদেনের পরেই কার্ডের বকেয়া পরিশোধ করে নিশ্চিন্ত কেনাকাটা চালিয়ে নেয়া যায়।
পাশাপাশি, Membership Rewards® পয়েন্টে রয়েছে ১০ গুণ পর্যন্ত পয়েন্ট অর্জনের সুযোগ। এই পয়েন্ট ব্যবহার করে আপনি পরিশোধ করতে পারবেন বার্ষিক ফি, বকেয়া বিল, এমনকি শপিং ও ডাইনিং বিলও।
🤝 ব্যক্তিগত সহায়তার জন্য ডেডিকেটেড ম্যানেজার
আপনার জীবনযাত্রা ও আর্থিক পরিকল্পনায় সহযোগিতার জন্য থাকছে একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার, যিনি যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনাকে সাপোর্ট দেবেন।
সিটি ব্যাংকের প্ল্যাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড শুধু একটি কার্ড নয়, বরং এটি একটি লাইফস্টাইল — যা আপনার প্রতিটি মুহূর্তকে করে তুলবে আরো প্রিমিয়াম ও স্মরণীয়।
কার্ডটির বার্ষিক ফি ৫০,০০০ টাকা। তবে আপনি মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট রিডিম করে এই ফি বিভিন্ন মাত্রায় মওকুফ করিয়ে নিতে পারবেন।
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন সিটি ব্যাংকের ওয়েবসাইট।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।