প্রতি বছর নুবিয়া দুইটি গেমিং স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এই দুইটি ফোনের মধ্যে যেটা বছরের শুরুতে আসে যা রেগুলার মডেল হয়ে থাকে। এর কিছু মাস পরে বাজারে আসে একই ফোনের প্রো মডেল। এই বছরের শুরুর দিকে বাজারে এসেছিল নুবিয়া রেডম্যাজিক ৭ যেটা সেই হিসেবে রেগুলার বলা যায়। আর এখন বাজারে এলো নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো মডেল।
রেড ম্যাজিক ৭ প্রো চীনে মুক্তি পেয়েছে বেশ কিছুদিন হলো। এবার অবশেষে গ্লোবাল মার্কেটে চলে এসেছে নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো গেমিং ফোন। রেড ম্যাজিক ৭ মডেলটি মার্চ মাস থেকেই বিশ্বের অধিকাংশ দেশে পাওয়া গেলেও এতোদিন পর অবশেষে মুক্তি পেলো নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো।
নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো এর দুইটি মডেল রয়েছে। দুই মডেল এর দুই কালার ও ভিন্ন স্টোরেজ অপশন থাকছে। কালো কালারের অবসিডিয়ান মডেলটিতে ১৬জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ থাকছে। অন্যদিকে সুপারনোভা মডেলটিতে থাকছে একই ১৬জিবি র্যাম এর পাশাপাশি ৫১২জিবি স্টোরেজ। তবে সুপারনোভা মডেলটিতে ক্লিয়ার ব্যাক থাকার কারনে এটির সিগনেচার এলইডি ফ্যান শাইন করার অধিক সুযোগ পায়।
উভয় মডেলে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম এর লেটেস্ট ও গ্রেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ৫০০০মিলিএম্প এর ব্যাটারি দ্বারা চলবে ফোনটির উভয় ভ্যারিয়েন্ট। আর এই ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সে পাওয়া যাবে ৬৫ওয়াট এর চার্জার।
পূর্বের রেড ম্যাজিক মডেলগুলোর মত রেড ম্যাজিক ৭ প্রো তে বিল্ট-ইন ইন্টারনাল কুলিং ফ্যান রয়েছে। এটি অতিরিক্ত পারফরম্যান্স প্রদানের সময় স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরকে ঠান্ডা রাখে। টার্বোফ্যান নামে এই ফ্যান কম পাওয়ার খরচ করেই প্রতি সেকেন্ডে ২০০০০ বার ঘুরে। একই ফ্যান আবার রেড ম্যাজিক ৭ ফোনটিতে ব্যবহৃত হয়েছে। এই ফ্যান এতোটাই কার্যকরী যে Genshin Impact এর মতো হেভি গ্রাফিক্স গেম ও ৬০এফপিএস এ খেলা যায়।
ফোনের ডিজাইন দেখে হয়ত বুঝেই গিয়েছেন উভয় ডিভাইসের ডিজাইনে গেমিং এস্থেটিক শোভা পেয়েছে। সাধারণ প্রসেসরের পাশাপাশি রেড কোর ১ নামে একটি বাড়তি চিপ এড করা হয়েছে ফোনটিতে, যা অডিও, আরজিবি লাইট, হ্যাপটিক ফিডব্যাক, ইত্যাদি বাড়তি ফিচার মেইনটেইন করতে সাহায্য করে। এর মাধ্যমে ফোনের আসল প্রসেসরের সম্পূর্ণ ফোকাস গেমিং এ রাখা সম্ভব, যার ফলে গেমে অসাধারণ পারফরম্যান্স পাওয়া যাবে।
রেড ম্যাজিক ৭ প্রো তে দুইটি প্রোগ্রামেবল শোল্ডার ট্রিগার রয়েছে যা ৫০০হার্জ রেসপন্স রেট সাপোর্ট করে। যেহেতু এই টুল গেম এর উপর ভিত্তি করে প্রোগ্রাম করা যায়, তাই এটি প্রায় সকল মোবাইল গেমসের ক্ষেত্রে কাজে আসবে।
অন্যসব গেমিং ফোনের মত রেড ম্যাজিক ৭ প্রো ফোনেও রয়েছে হাই ফ্রেম রেট এর স্ক্রিন। ফুল এইচডি+ রেজ্যুলেশনের ৬.৮ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটিতে। এই স্ক্রিন আবার ৯৬০ হার্জ মাল্টি-ফিংগার টাচ স্যামপ্লিং রেট সাপোর্টেড। ৬৪মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা সেটাপের পাশাপাশি ফোনটির ফ্রন্টে রয়েছে আন্ডার-ডিসপ্লে ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
রেড ম্যাজিক ৭ প্রো ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টমাইজড অপারেটিং সিস্টেম, রেড ম্যাজিক ওএস ৫.০ দ্বারা। এই অপারেটিং সিস্টেমে রয়েছে রেডম্যাজিক এর গেম স্পেস অ্যাপ, যার মাধ্যমে স্ক্রিনে বিভিন্ন তথ্য দেখা যায় এবং গেম পারফরম্যান্স রেকর্ড বা টেস্ট করা যায়।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
এক নজরে নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো এর স্পেসিফিকেশন
- স্ক্রিনঃ
- ৬.৮ইঞ্চি
- ফুলএইচডি প্লাস অ্যামোলেড
- ১২০হার্জ রিফ্রেশ রেট
- মাল্টি-ফিংগার ৯৬০হার্জ টাচ স্যাম্পলিং রেট
- ডিসি ডিমিং
- চিপসেটঃ
- স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- ডেডিকেটেড গেমিং চিপ, রেড কোর ১
- ট্রিগারসঃ ৫০০হার্জ টাচপ্যাড ডুয়াল শোল্ডার ট্রিগারস
- ডিজাইনঃ
- সুপারনোভা (ট্রান্সপারেন্ট ভার্সন)
- অবসিডিয়ান (ব্ল্যাক ভার্সন)
- টার্বোফ্যানঃ
- লো পাওয়ার কনসাম্পশন, ২০০০০ আরপিএম হাই-স্পিড ফ্যান
- বিল্ট-ইন আরজিবি এলইডি
- ব্যাক ক্যামেরাঃ
- ৬৪মেগাপিক্সেল মেইন ক্যামেরা
- ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা
- ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে ক্যামেরা
- ওজনঃ ২৩৫গ্রাম
- স্টোরেজঃ
- অবসিডিয়ানঃ ১৬জিবি র্যাম + ২৫৬জিবি স্টোরেজ
- সুপারনোভাঃ ১৬জিবি র্যাম + ৫১২জিবি স্টোরেজ
- ৬জিবি এক্সপেন্ডেবল ভার্চুয়াল র্যাম
- কানেকটিভিটিঃ ব্লুটুথ ৫.২, ফিংগারপ্রিন্ট সেন্সর
- অডিওঃ ডুয়াল স্পিকার, ৩.৫মিমি হেডফোন জ্যাক, ৩মাইক
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- চার্জিংঃ ৬৫ওয়াট
রেড ম্যাজিক ৭ প্রো এর ২৫৬জিবি অবসিডিয়ান মডেল এর দাম ৮০০ডলার। অন্যদিকে ৫১২জিবি স্টোরেজের সুপারনোভা মডেলের দাম পড়বে ৯০০ডলার।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।