জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড ২০২৪

জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড

চলুন জেনে নেয়া যাক, জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন ও জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড সম্পর্কিত তথ্য।

জন্ম নিবন্ধন কি? (Jonmo Nibondhon or Birth Registration)

জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা।

এক কথায় বলতে গেলে, একটি শিশু জন্মের পর সরকারি খাতায় নাম যুক্ত করাকেই বলা হচ্ছে জন্ম নিবন্ধন। আর জন্ম সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য থাকে যে সনদে, তাকে বলা হচ্ছে জন্ম সনদ।

জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে

জন্ম নিবন্ধন এর বহুবিধ ব্যবহার রয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে জন্ম নিবন্ধন কাজে লাগেঃ

  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
  • জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি
  • পাসপোর্ট ইস্যু
  • বিবাহ নিবন্ধন
  • ড্রাইভিং লাইসেন্স ইস্যু
  • ভোটার তালিকা প্রণয়ন
  • ব্যাংক হিসাব খোলা
  • সরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ
  • জমি রেজিস্ট্রেশন
  • গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
  • টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তি
  • ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি
  • ট্রেড লাইসেন্স প্রাপ্তি
  • বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি
  • গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি
  • আমদানী ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তি

জন্ম নিবন্ধন সনদ এর জন্য কি কি লাগে

জন্ম নিবন্ধ সনদ প্রাপ্তির ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হয়। জন্ম নিবন্ধন সনদ পেতে হাসপাতাল বা ক্লিনিকে জন্মগ্রহণ করে থাকলে সেখান থেকে প্রদত্ত সার্টিফিকেট বা ছাড়পত্র ব্যবহার করে জন্ম নিবন্ধন সনদ পাওয়া যাবে। এছাড়াও এস.এস.সি সনদ এর ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি বা এলাকার জনপ্রতিনিধি, যেমন- ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এর ফটোকপি ব্যবহার করেও জন্ম নিবন্ধন সনদ নেওয়া যায়।

জন্ম নিবন্ধন যাচাই ও অনলাইন জন্ম নিবন্ধন কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড কপি ডাউনলোড করতে বা জন্ম নিবন্ধন যাচাই করতে অর্থাৎ প্রদত্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা Online BRIS ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড (jonmo nibondhon online copy download) বা জন্ম নিবন্ধন অনলাইন কপি যাচাই করার নিয়ম নিম্নরুপঃ

  • অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা Online BRIS ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
  • ওয়েবসাইটটিতে প্রবেশের পর এরকম দেখতে একটি ওয়েবপেজ দেখতে পাবেনঃ
অনলাইন কপি ডাউনলোড কপি ডাউনলোড ওয়েবসাইট
  • জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথম খালি বক্সে যার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে চান, তার জন্ম নিবন্ধন সনদ এ থাকা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করুন
  • এরপর দ্বিতীয় বক্সে যার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে চান, তার জন্ম নিবন্ধন সনদ এ থাকা জন্ম তারিখ প্রদান করুন
  • কারো জন্ম তারিখ যদি ১৯৯০ সালের জানুয়ারীর ১ তারিখ হয়, তবে দ্বিতীয় বক্সটিতে 1990-01-01 এভাবে লিখতে হবে
  • ক্যাপচা হিসেবে থাকা সহজ গাণিতিক সমস্যার সমাধান লিখুন “The answer is” শিরোনামের বক্সটিতে
  • তিনটি বক্সেই সঠিক তথ্য প্রদান করা হয়ে গেলে Verify বাটনে ক্লিক করুন
  • Verify বাটনে ক্লিক করার পর যার জন্ম নিবন্ধন যাচাই করতে চান, তার জন্ম নিবন্ধনে থাকা তথ্যগুলো স্ক্রিনে প্রদর্শিত হবে
  • প্রদর্শিত তথ্যগুলো সঠিক কিনা তা যাচাই করে নিন
  • যদি Verify বাটনে ক্লিক করার পর Matching Birth Records Not Found লেখা আসে, তবে বুঝবেন উল্লিখিত বক্সে দুইটিতে প্রদত্ত জন্ম নিবন্ধন নাম্বার বা জন্ম তারিখ – যেকোনো একটিতে ভূল হয়েছে।

উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করে থাকলে প্রদত্ত তথ্য অনুযায়ী যার জন্ম নিবন্ধন যাচাই করতে চেয়েছিলেন, তার জন্ম নিবন্ধন এর তথ্য পেয়ে যাবেন। জন্ম নিবন্ধন সম্পর্কিত তথ্যসমুহ স্ক্রিনে দেখার পর তা সঠিক কিনা তা নিশ্চিত করা মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করুন।

বোনাসঃ অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার উপায় জানতে এখানে ক্লিক করুন

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য “জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন” শিরোনামের একটি ওয়েবসাইট রয়েছে। জন্ম নিবন্ধন সংশোধন এর ওয়েবসাইট এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন। জন্ম নিবন্ধন সংশোধনের ওয়েবসাইটে প্রবেশের পর দুইটি খালি বক্স দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন সংশোধন ওয়েবসাইট

প্রথম বক্সে জন্ম সনদে থাকা জন্ম নিবন্ধন নাম্বার ও দ্বিতীয় বক্সে জন্ম সনদে থাকা জন্ম তারিখ প্রদান করুন। জন্ম নিবন্ধন নাম্বার ও জন্মসনদে থাকা জন্মতারিখ প্রদানের পর ক্যাপচা প্রদর্শিত হলে তা পূরণ করুন। সঠিক জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রদান করতে সার্ভারে থাকা জন্ম সনদ সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন সংশোধন এর উল্লিখিত ওয়েবসাইটে সঠিক তথ্য দেওয়ার পর জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে। প্রদত্ত তথ্য অনুসরণ করে জন্ম নিবন্ধন সংশোধন এর আবেদন করতে পারবেন।

জন্ম তথ্য সংশোধনের শর্ত ও নিয়মাবলি

জন্ম সনদে থাকা তথ্যতে ভূল থাকলে জন্ম সনদ সংশোধন করার প্রয়োজন হয়। জন্ম তথ্য সংশোধনের করার ক্ষেত্রে কিছু শর্ত ও নিয়মাবলি প্রযোজ্য। যেমনঃ

  •  যদি পিতা বা মাতার নাম সংশোধন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকলে প্রথমে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এর আবেদন করে তাদের নাম সংশোধন করতে হবে
  • পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে এবং জন্ম তারিখ ০১/০১/২০০০ এর পূর্বে হলে, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা বা মাতার নাম সংশোধন করা যাবে। সেক্ষেত্রে পিতা বা মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না
  • পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে এবং পিতা বা মাতা মৃত হলে এবং জন্ম তারিখ ০১/০১/২০০১ এর পরে হলে, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় পিতা বা মাতার নাম সংশোধন করা যাবে। সেক্ষেত্রে পিতা বা মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করতে এখানে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করুন।

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন

জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন করা যাবে বেশ সহজে। জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেঃ

  • জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান, তা নির্বাচন করুন। জন্মস্থান, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করা যাবে
  • পরবর্তী ধাপে প্রদর্শিত পেজে দেওয়া নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা, ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করুন
  • এরপর আবেদনকারীর পিতা ও মাতার জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করতে হবে। তবে আবেদনকারী ২০০১সালের আগে জন্মগ্রহণ করলে সেক্ষেত্রে শুধুমাত্র পিতা ও মাতার নাম প্রদান করলেই হবে
  • এরপর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে
  • সবশেষে আবেদনকারী বা অভিভাবকের ফোন নাম্বার প্রদান করতে হবে, যাতে জন্ম সনদের আবেদন সম্পর্কিত এসএমএস আসবে

অনলাইনে আবেদন করা সম্পন্ন হলে একটি আবেদন পত্র পাবেন। এই আবেদনপত্র প্রিন্ট করে নিজের ইউনিয়ন পরিষদে জমা করতে হবে, তবে জন্ম নিবন্ধনের আবেদন গৃহিত হবে। 

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন সম্পর্কিত নির্দেশনাঃ

  • অনলাইন জন্ম নিবন্ধন আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন
  • সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তিরত হয়ে যাবে, আবেদনকারীর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না
  • পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন
  • সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদন পত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ নিবন্ধক অফিসে যোগাযোগ করতে হবে।
অনলাইনে ছাড়া অফলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করা যাবে কি?

না, বর্তমানে ফর্ম পূরণ করে জন্ম নিবন্ধনের আবেদনের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ জন্ম নিবন্ধনের আবেদন করতে হোলে প্রথমে অনলাইন ফরম পূরণ করতে হবে ও এরপর আবেদন ফর্ম ইউনিয়ন পরিষদে জমা করতে হবে।

পিতা-মাতার জন্ম নিবন্ধন নাম্বার ছাড়া জন্ম নিবন্ধন সনদের আবেদন করা যাবে কি?

আবেদনকারীর জন্মতারিখ যদি ০১/০১/২০০১ এর আগে হয়, তাহলে সরাসরির পিতা ও মাতার নাম প্রদান করে জন্ম সনদের আবেদন করা যাবে। আর উল্লেখিত জন্ম তারিখের পর যদি জন্ম তারিখ হয়, তবে প্রথমে পিতামাতার জন্ম সনদ সংগ্রহ করতে হবে, তবেই জন্ম সনদের জন্য আবেদন করা যাবে।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার ওয়েবসাইট এ প্রবেশ করতে এখানে ক্লি করুন। অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমানে অবস্থা জানতে ওয়েবসাইট এ প্রবেশ করে আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি ও জন্মতারিখ প্রদান করে “দেখুন” চাপলে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন ফরম কোথায় পাওয়া যাবে

সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে বা br.lgd.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড করা যাবে। জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড pdf আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন ফি

জন্ম নিবন্ধন সংশোধন এর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফি প্রযোজ্য। জন্ম নিবন্ধন ফি সমুহ নিম্নরুপঃ

বিষয়ফিস (দেশে)ফিস (বিদেশে)
জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনফ্রিফ্রি
জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর হইতে ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে)২৫/- টাকা১ মার্কিন ডলার
জন্ম বা মৃত্যুর ৫ (পাঁচ) বৎসর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে)৫০/- টাকা১ মার্কিন ডলার
জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি১০০/- টাকা২ মার্কিন ডলার
জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি৫০/- টাকা১ মার্কিন ডলার
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহফ্রিফ্রি
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ৫০/- টাকা১ মার্কিন ডলার

জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড সম্পর্কিত তথ্য এই লেখায় খুঁজে পেয়েছেন কি? আপনার জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেতে নিচে কমেন্ট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

49 comments

  1. Jahedul Islam Reply

    আইডি কার্ড বাবার নাম পরিবর্তন করা যাবে

  2. জ্যোতিশ Reply

    খুব ভাল লাগল। আশা করছি পরবর্তিতে এরকম আরো অনেক সময়োপযোগী পোস্ট পাবো যা আমাদের কাজে লাগবে।

  3. Najmul Reply

    জন্ম নিবন্দন অনলাইন করা নাই,অনলাইন করবো কেমন করে

    • বাংলাটেক টিম Post authorReply

      Go to your nearest Union Porisodh.

  4. Ripon Reply

    জন্ম নিবন্দন সংসোদন করতে কি করতে হবে

    • বাংলাটেক টিম Post authorReply

      উপরের লেখায় “জন্ম তথ্য সংশোধনের শর্ত ও নিয়মাবলি” শিরোনামে আপনার জিজ্ঞাসার উত্তর দেওয়া আছে।

    • Khaled Hussain Reply

      অনলাইন কপি(পিডিএফ) আকারে ডাউনলোড দিবো কিভাবে?
      আপিনি যে লিংক দিছেন, অইটাতে ক্লিক করার পর আবার অই পেজে চলে আসে।

  5. কে এম সাহাব উদ্দিন Reply

    জন্ম নিবন্ধন অনলাইন রেজিস্ট্রেশনের নিয়মাবলী জানালে উপকৃত হব।

    • বাংলাটেক টিম Post authorReply

      এই লেখার নিচের দিকে স্ক্রল করলেই ‘অনলাইন জন্ম নিবন্ধন আবেদন’ শিরোনামে অনলাইন জন্ম নিবন্ধন আবেদন এর নিয়ম জানতে পারবেন।

  6. MD saruf talukder Reply

    জন্ম নিবন্দন ডাওনলট

    • বাংলাটেক টিম Post authorReply

      জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড কপি ডাউনলোড করতে বা জন্ম নিবন্ধন যাচাই করতে অর্থাৎ প্রদত্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা Online BRIS ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে। জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড বা জন্ম নিবন্ধন অনলাইন কপি চেক করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন।

  7. Projesh Kumar Das Reply

    জন্ম নিবন্ধন করতে ডাটা এন্ট্রি ভালো মানের লোক বসাতে হবে বানান ভুলে ভরা একটা সাইট ।

    • বাংলাটেক টিম Post authorReply

      আশা করি যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নিবেন।

  8. অশোক বৈদ্য Reply

    যদি কোন ব্যক্তির আইডি কার্ডে বয়স কম দেওয়া হয়৷কিন্তু দেখা গেল তার জন্ম নিবন্ধন কার্ডে বয়স ১০ বছর বেশি আছে সেটি কি সংশোধন করা যাবে? যদি তার কোন সার্টিফিকেট না থাকে৷ অনুগ্রহ করে জানাবেন৷

    • বাংলাটেক টিম Post authorReply

      হ্যাঁ, করা যাবে।

      • Joy Reply

        Amr jsc,ssc,hsc certificate a name dewa ‘joy dash’ aita thik ache.but birth certificate a dewa ‘joy das’ to sudhu h ta nei birth certificate a ..er jonno ki birth certificate songsodon korar proyojon ache???

    • Azam khan Reply

      অনলাইনে কিছু কিছু সরকারি ডাটাবেইজে দেখছি কোন কিছুর আবেদন করতে জন্ম নিবন্ধন চাইছে আবার এন আইডি নাম্বারও চাইছে।! যাদের এনআইডি নাম্বার আছে তাদের জন্ম নিবন্ধন কি করে করা যায় নতুন করে?তাদের কি আসলেই নতুন করে জন্ম নিবন্ধন বাধ্যতামুলক?!এতে খরচ কতো পরবে?

  9. Doyal Roy Reply

    জন্ম নিবন্ধন সনদ এ বয়স আর সার্টিফিকেটে বয়স মিল নেই,প্রায় ১৪ মাস কমবেশি।এটা কী সংশোধন হবে???কী করতে হবে????

    • বাংলাটেক টিম Post authorReply

      হ্যা, উল্লিখিত নিয়মে সংশোধন করা যাবে।

  10. Rifat Khan Reply

    আমার ভাই এর নাম মেহেদির পরিবর্তে মেহদি লেখা, এখন এটা কি পরিবর্তন করা যাবে, নাকি বাতিল করে পুনরায় আবেদন করতে হবে?
    সিলেট সিটি কর্পোরেশন এর একেক জন একেক কথা বলছে, কেউ বলছে আগে বাতিল করতে হবে, কেউ বলছে যেভাবে আছে সেভাবেই নতুন কপি বের করতে ৫০০ টাকা লাগবে

    সঠিক তথ্য টা জানতে চাচ্ছি

    • বাংলাটেক টিম Post authorReply

      পরিবর্তন করলেই হবে।

  11. মোহাম্মদ জামাল হোসেন Reply

    আমার জন্ম নিবন্ধন অনলাইন হয়নি, কিভাবে আমি কম্পিউটারে নিজে অনলাইন করতে পারি?

    • বাংলাটেক টিম Post authorReply

      সেক্ষেত্রে ইউনিউয়ন পরিষদে গিয়ে জন্মসনদ ডিজিটাল করতে হবে।

  12. Mominur Rahman Reply

    প্রিন্ট করতে পারিনি। ডাউনলোড কিভাবে করবো!

    • বাংলাটেক টিম Post authorReply

      উল্লেখিত পদ্ধতি পুনরায় অনুসরণ করুন।

  13. আবু সাঈদ Reply

    জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড লিংকে ক্লিক করলে কোন কাজ করছেনা,
    কেন?

    • বাংলাটেক টিম Post authorReply

      ডাউনলোড হচ্ছেনা কিন্তু সনদ যদি প্রদর্শিত হয়, সেক্ষেত্রে Ctrl + P চেপে প্রিন্ট বা পিডিএফ হিসেবে সেভ করা যাবে।

  14. Imran Howlader Reply

    আচ্ছা, এক সাথে নাম ও জন্ম তারিখ সংশোধন করা যাবে কিভাবে?

    • বাংলাটেক টিম Post authorReply

      একসাথে করা যাবে না

  15. monesa Reply

    আমার বোনের জন্ম নিবন্ধনে স্থায়ী ঠিকানা ভুল দেওয়া ঐটা কিভাবে কি করা যাবে?

    • বাংলাটেক টিম Post authorReply

      সেটি উপরের লেখাতেই উল্লেখ করা আছে

  16. Fateha Jaman Reply

    Can you tell me please If I do corrections of my Birth certificate in online how long it takes to get. And can I make a passport with only Birth certificate?

    • বাংলাটেক টিম Post authorReply

      There is no certain time mentioned by the authority that is needed for Birth Certificate correction. And yes, you can make a passport with birth certificate only.

  17. NURUL ISLAM Reply

    AMI 25/10/2020 JONMO YEAR CORRECTION KORAR JONNO UNO OFFICE JOMA DIYA SEE BUT AKHUN O KONO CORRECTION HOI HAI ,R KIBAE CHECK KORBO CORRECTION COPY. ami ager online number diya check kora see not found record ase

  18. samiul Reply

    ami already asob kajj sikhesi…ami akhn nijj union digital centre a asob kajj kori

  19. Jannat Reply

    Amar jonmon nibondhon e vul plus online nai .. Amar amar Covit-19 tikar form e ei vul tar code diyechi .. Ekhon ami ki kore amar tikar card pabo ?? ( tikar 1st dose deoa)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *