দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস পণ্য নির্মাতা এলজি’র নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন ৪জি অপটিমাস এফ৫ এর আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু হয়েছে। আজ ২৯ এপ্রিল ফ্রান্স থেকে শুরু করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ডিভাইসটি অ্যামেরিকা, এশিয়া ও পূর্ব ইউরোপে চলে আসবে।
এলজি’র তৈরি নতুন দুটি ফোর’জি সমৃদ্ধ স্মার্টফোনের মধ্যে একটি হচ্ছে অপটিমাস এফ৫ যেগুলো ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আগে প্রকাশ করা হয়। অপটিমাস এফ৭ মডেলের অন্য যে হ্যান্ডসেটটি ঘোষিত হয়েছিল, সেটির কোন লঞ্চ ডেট এখনও জানা যায়নি।
অপটিমাস এফ৫ এন্ড্রয়েড জেলি বিন ৪.১.২ অপারেটিং সিস্টেমে চলে। এতে রয়েছে ৪.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যার পিক্সেল ডেনসিটি হচ্ছে ২৫৬ পিপিআই। হ্যান্ডসেটটিতে আরও পাবেন ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ১ জিবি র্যাম, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এলজি অপটিমাস এফ৫ স্মার্টফোনের মূল আকর্ষণ হচ্ছে এর ৪জি কানেক্টিভিটি। আজ থেকে এটি বাজারে আসলেও এখন পর্যন্ত এর নির্দিষ্ট কোন দাম প্রকাশিত হয়নি।
প্রিমিয়াম এলজি স্মার্টফোনের মতই অপটিমাস এফ ফাইভেও যোগ করা হয়েছে কিউ স্লাইড ফিচার যা ব্যবহার করে একই সময়ে ফুলস্ক্রিন মুডে দুটি এপ ওপেন করা যায়। এর ভিডিও উইজ প্রোগ্রামে গিয়ে সরাসরি মোবাইলের মধ্যেই এডিট করা যাবে ভিডিও। আর কিউ ট্রান্সলেটরের সাহায্যে ৪৪ টি ভাষা থেকে ৬৪ ভাষায় অনুবাদ সম্ভব।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।