এন্ড্রয়েডে ব্যবহার করুন অ্যাপল মিউজিক!

অ্যাপল সাধারণত তাদের সফটওয়্যার ও  সার্ভিস নিজেদের হার্ডওয়ার ব্যতীত অন্যান্য প্ল্যাটফর্মের জন্য অবমুক্ত করে না। কিন্তু অ্যাপল মিউজিকের এক্ষেত্রে ব্যতিক্রম। অ্যাপল মিউজিক ব্যবহার করা যায় এন্ড্রয়েড ডিভাইসেও। চলুন দেখি কীভাবে আপনার এন্ড্রয়েড ডিভাইসে অ্যাপল মিউজিক সেবা উপভোগ করবেন।

প্রথমেই বলে রাখি, গুগল প্লে মিউজিক কিংবা স্পটিফাই এর মত অ্যাপল মিউজিক এর কোনো ফ্রি প্ল্যান নেই, (তবে ফ্রি ট্রায়াল আছে)। ট্রায়াল পিরিয়ডের পর এর সবগুলো প্ল্যানই মূলত পেইড। আপনি যদি শিক্ষার্থী হোন তাহলে এই সেবা উপভোগের জন্য আপনাকে মাসে সর্বনিম্ন ৪.৯৯ ডলার গুনতে হবে। সাধারণক্ষেত্রে মাসে ৯.৯৯ ডলার দিয়ে ইন্ডিভিজুয়াল কিংবা ১৪.৯৯ ডলারে ফ্যামিলি প্ল্যানও নিতে পারবেন।

যা বলছিলাম, আপনি তিন মাসের ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারবেন, কিন্তু এজন্য আপনাকে আপনার পেমেন্ট ডিটেইলস দিয়ে সাইন আপ করতে হবে এবং আপনি তিন মাসের আগেই ক্যানসেল করলে আপনার পেমেন্ট মেথড থেকে কোনো চার্জ কাটা হবেনা।

অ্যাপল মিউজিক সেবা গুগল এসিস্ট্যান্ট সাপোর্ট করেনা বিধায় আপনি গুগল হোম কিংবা ক্রোমকাস্টে এই সেবা উপভোগ করতে পারবেন না। আরেকটা ব্যাপার জেনে রাখা ভাল, সেটা হলো অ্যাপল মিউজিকে কোন ওয়েব ভার্সন নেই। অ্যাপলের সফটওয়্যার (এন্ড্রয়েড/আইওএস/উইন্ডোজ যাই হোক) দিয়েই এটা উপভোগ করতে হবে।

সাইন আপ

প্রথমেই আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপল মিউজিক এপ্লিকেশনটি ইনস্টল করে নিন। (প্লে স্টোর থেকে না পারলে এপিকেমিরর থেকে ডাউনলোড করুন)।

১. অ্যাপটি ওপেন করুন।

২. Try it free তে ট্যাপ করুন।

৩. আপনার পছন্দমত প্ল্যান সিলেক্ট কর…

৪. এবার Start trial এ ট্যাপ করুন।

৫. আপনার ইতোমধ্যে একটি অ্যাপল আইডি থাকলে Use existing Apple ID তে ট্যাপ করে এবার ১০ নং ধাপে চলে যান। (মনে রাখবেন, বাংলাদেশে এই মুহূর্তে অ্যাপল মিউজিক সাপোর্ট নেই, তবে আপনার অ্যাপল আইডি যদি ইউএস ভিত্তিক হয় তবেই এটা আপনি ভিপিএন দিয়ে ব্যবহার করতে পারেন।)

৬. আর যদি না থাকে তাহলে Create new Apple ID তে ট্যাপ করুন।

৭. পরবর্তী পেজে ইমেইল ও পাসওয়ার্ড দিন।

৮. Agree to the terms and conditions এ টিক মার্ক করুন।

৯. Next এ ট্যাপ করুন।

১০. আপনার অ্যাপল আইডি ও পাসওয়ার্ড ইনপুট দিন।

১১. এবার Sign in এ ট্যাপ করুন।

১২. এবার আপনি পেমেন্ট ইনফো ভেরিফাই করার জন্য Continue তে ট্যাপ করুন।

১৩. এবার আপনার পেমেন্ট মেথড বাছাই করুন।

ক. যদি পেপাল সিলেক্ট করেন তাহলে আপনার পেপাল একাউন্টে লগিন করে Agree ট্যাপ করুন।

খ. আর যদি ক্রেডিট অথবা ডেবিট কার্ড অপশন সিলেক্ট করেন তাহলে বিলিং ইনফরমেশন দিয়ে Done ট্যাপ করুন।

১৪. সাবস্ক্রিপশন এর টার্মস পড়ে তাতে Agree করুন।

১৫. পরবর্তী পেজে আপনার পছন্দের জনরা গুলো সিলেক্ট করে দিন এবং Next চাপুন।

১৬. এর পরের পেজে আপনার পছন্দের আর্টিস্টদের নাম সিলেক্ট করে Next চাপুন।

১৭. এবার আপনি যদি অ্যাপ এর ক্র্যাশ রিপোর্ট যদি অ্যাপলে সাবমিট করতে চান তাহলে Send to Apple সিলেক্ট করে দিন।

ব্যাস, হয় গেলো আপনার কাঙ্ক্ষিত অ্যাপল মিউজিক সেটাপ আপনার এন্ড্রয়েড ফোনে!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *