
উবুন্তু টাচের জন্য বাজার দখল কতটা চ্যালেঞ্জের?
অফিসিয়ালভাবে আপাতত চারটি ডিভাইস সমর্থন করছে উবুন্তু টাচ। সেগুলো হচ্ছে, নেক্সাস ৭, গ্রুপার; গ্যালাক্সি নেক্সাস, ম্যাগুরো; নেক্সাস ৪, ম্যাকো এবং নেক্সাস ১০, ম্যান্টা। যেহেতু এগুলো সবই একদম শুরুর দিকের পরীক্ষামূলক ভার্সন, তাই এতে গুরুত্বপূর্ণ কোন কাজ করার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করলে ভাল হয়।
আইএসও ট্র্যাকারের মাধ্যমে উবুন্তু টাচ পরীক্ষা করতে চাইলে আপনার একটি উবুন্তু চালিত কম্পিউটার দরকার হবে। রিসোর্সগুলো ইনস্টলের জন্য প্রয়োজনীয় নির্দেশনা এখানে পাবেন। সম্ভাব্য যেকোন বাগ বা সমস্যা চোখে পরলে সেটি রিপোর্ট করতে ভুলবেন না।
সুতরাং ক্যানোনিক্যালের উবুন্তু এখন থেকে কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন ও ট্যাবলেটেও স্থান করে নিতে যাচ্ছে। সফটওয়্যারটি বাজারে গুগল এন্ড্রয়েড, অ্যাপল আইওএস, মাইক্রোসফট উইন্ডোজ ফোন ওএস, ব্ল্যাকবেরি এবং মজিলার ফায়ারফক্স ওএসের সাথে কেমন প্রতিযোগিতা করে সেটিই হচ্ছে এখন দেখার বিষয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!