ফেসবুকের নতুন লঞ্চার এপ্লিকেশন “হোম”এর নাম শুনেছেন নিশ্চয়ই? গুগল প্লে স্টোরে সম্প্রতি ডাউনলোডের জন্য উন্মুক্ত হওয়া এই সফটওয়্যারটি আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সীমিত কিছু হ্যান্ডসেটের জন্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে এইচটিসি ওয়ান এক্স, ওয়ান এক্স+, স্যামসাং গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি নোট টু এবং এইচটিসি ফার্স্ট (প্রিলোডেড); ভবিষ্যতে এইচটিসি ওয়ান, গ্যালাক্সি এস ফোর সহ আরও কিছু স্মার্টফোনের জন্য উপলভ্য হবে ফেসবুক হোম। কিন্তু সম্ভাব্য প্রাইভেসি ইস্যু থাকা স্বত্বেও যেসব এন্ড্রয়েড ব্যবহারকারী এতদিন হোমের জন্য অপক্ষমাণ ছিলেন তাদের কী হবে?
কিছুই হবেনা! অর্থাৎ মোটামুটি সকল এন্ড্রয়েড ফোন মালিকই তাদের শখের ডিভাইসে ফেসবুক হোম এপ্লিকেশন ইনস্টল করতে পারবেন।
এক্সডিএ ডেভলপারস এর ঝানু প্রযুক্তিপাগলরা ইতোমধ্যেই ফেসবুকের এন্ড্রয়েড বাসভবন (হোম) হ্যাক করে ফেলেছেন। এক্সডিএ টিমের সিনিয়র সদস্য দিওএসজিরোও (theos0o) উক্ত দুঃসাধ্য কাজটি সাধন করেছেন। তাই এখন আপনিও চাইলে এন্ড্রয়েড ফোনে হোম চালাতে পারবেন। এক্ষেত্রে সবার ডিভাইস রুট করারও দরকার পরবে না। তবে মডিফাইড এই হোম ব্যবহার করতে চাইলে সম্ভাব্য যেকোন সমস্যার ঝুঁকি আপনাকেই বহন করতে হবে। তাহলে চলুন জেনে নিই কীভাবে ইনস্টল করবেন হোমঃ
> প্রথমেই এক্সডিএ কর্তৃক সরবরাহকৃত হ্যাকড ফেসবুক হোম ডাউনলোড করুন। সেই সাথে বোনাস হিসেবে চ্যাট হেড ফিক্স করা ফেসবুক মেসেঞ্জারও নিতে পারেন।
> এরপর ফোন থেকে অরিজিনাল ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুক হোম এপস (যদি থাকে) আনইনস্টল করুন। এগুলো যদি প্রিলোডেড সফটওয়্যার হিসেবে আসে, তাহলে তা রিমুভ করতে গেলে আপনার সেটটি রুট করার দরকার হতে পারে।
> .rar ফাইলগুলো এক্সট্রাক্ট করুন।
> এবার একে একে অফিসিয়াল ফেসবুক এপ (com.facebook.katana), ফেসবুক হোম লঞ্চার (com.facebook.home) এবং ফেসবুক মেসেঞ্জার এপ (com.facebook.orca) ইনস্টল করুন।
> ফেসবুক এপ সেটিংসে গিয়ে ফেসবুক হোম সক্রিয় করুন এবং ডিভাইসটি রিস্টার্ট দিন।
>> ব্যাস, আপনার স্মার্টফোনে এখন সুন্দরভাবে ফেসবুক হোম চলার কথা। কোন সমস্যা হলে মোবাইলটি রিকভারি মুডে চালু করে এর ড্যালভিক ক্যাশ মুছে ফেলুন।
এই মডিফাইড ফেসবুক হোম এপ্লিকেশনটি এখন পর্যন্ত এক্সডিএ ডেভলপার সাইটের ভিজিটর কর্তৃক সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। আশা করি আপনিও সমস্যা ছাড়াই সফটওয়্যারটি চালাতে পারবেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।