বাংলাদেশে চলমান বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। ১৬ ডিসেম্বর ২০১৫তে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কার্যক্রম ৩০ এপ্রিল ২০১৬ তারিখে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দেশের ১৩ কোটির বেশি সিম/রিম কার্ডের প্রায় চার কোটি এখনো রি-রেজিস্ট্রেশন করা না হওয়ায় সময় বাড়ানো হল।
বিডিনিউজ২৪ ও সময় টিভি জানাচ্ছে, নতুন ঘোষণা অনুযায়ী, বায়োমেট্রিক সিম নিবন্ধনের সময় ৩০ মে রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেও যদি আপনার সিম রি-ভেরিফাই না করান তাহলে ৩০ মে তারিখের পর অনিবন্ধিত সিম পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে।
বাংলানিউজ২৪ জানাচ্ছে, যেসব সিম এখনও রি-ভেরিফাই করা হয়নি তা ৩০ এপ্রিল শনিবার রাত থেকে তিনদিন প্রতীকী বন্ধ থাকবে।
আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে কিন্ত ভোটার হওয়ার জন্য ইতোমধ্যেই ছবি তুলে থাকেন, তাহলে ভোটার রেজিস্ট্রেশন স্লিপে দেয়া সিরিয়াল নাম্বার ব্যবহার করে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারেন। কীভাবে সেটা করবেন তা জানতে এই লিংক ভিজিট করুন।
আর, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিস্তারিত নিয়ম জানতে এই পোস্টটি পড়ুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।