স্কাইপ ওয়েব ভার্সনে প্ল্যাগিন ছাড়াই অডিও-ভিডিও কল!

10-44-03-skype-video-calling-on-microsoft-edge1-2.jpg

স্কাইপ ওয়েব ভার্সন থেকে এখন ব্রাউজার প্ল্যাগিন/এক্সটেনশন ছাড়াই অডিও/ভিডিও কল করা যাচ্ছে। আপাতত সুবিধাটি শুধুমাত্র মাইক্রোসফট এজ ব্রাউজারে পাবেন, তবে ভবিষ্যতে এটি ক্রোম ও ফায়ারফক্সেও আসবে। 

এজ ব্রাউজার থেকে প্ল্যাগিন ছাড়া স্কাইপ অডিও/ভিডিও কল করতে চাইলে অপর প্রান্তের ব্যক্তিকে অবশ্যই এজ ব্রাউজারে স্কাইপ ওয়েব অথবা উইন্ডোজ/ম্যাকে লেটেস্ট স্কাইপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। সুতরাং এন্ড্রয়েড, আইওএস বা অন্য কোনো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে ফিচারটি এখনই পাচ্ছেন না।

মাইক্রোসফট স্কাইপের ব্লগ পোস্টে লিখছে, গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স উভয়ই যখন H.264 ভিডিও কোডেক সাপোর্ট করবে তখন সেগুলোতেও স্কাইপ ওয়েবের প্ল্যাগিন ছাড়া অডিও-ভিডিও কল চলে আসবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *