১০ কোর প্রসেসর ও ২১ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এলো মেইজু প্রো ৬

meizu-pro-6

চীনা ইলেকট্রনিক্স কোম্পানি মেইজুর নাম শুনেছেন? অনেকেই হয়ত শুনেছেন, যদিও বাংলাদেশে মেইজু এখনো পর্যন্ত খুব একটা পরিচিতি পায়নি। তবে প্রতিষ্ঠানটি চমৎকার ফিচার সমৃদ্ধ যেসব স্মার্টফোন বাজারে আনছে, তাতে বাংলাদেশের বাজারে স্থান করে নিতে খুব বেশি সময় হয়ত লাগবেনা মেইজুর। সম্প্রতি কোম্পানিটি প্রকাশ করেছে মেইজু প্রো ৬ মডেলের নতুন একটি এন্ড্রয়েড স্মার্টফোন, যেটি ইতোমধ্যেই প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

অসাধারণ সব স্পেসিফিকেশন সমৃদ্ধ এই ফোনটি দেখতে অনেকটাই অ্যাপল আইফোন ৬এস এর মত মনে হলেও এর নিজেরও কিছু গুণাবলী আছে। মেইজু বলছে এটাই বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে ১০-কোর বিশিষ্ট প্রসেসর আছে। চলুন দেখি মেইজু প্রো ৬ এর স্পেসিফিকেশন।

  • ৫.২ ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন (১০৮০ x ১৯২০পি, ৪২৩পিপিআই)
  • ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৪ প্রটেকশন, প্রেশার সেনসিটিভ ৩ডি টাচ
  • অ্যান্ড্রয়েড ৬.০ মার্সম্যালো ওএস, ফ্ল্যাইম ৬.০ ইউজার ইন্টারফেস
  • ১০ কোর সমৃদ্ধ মিডিয়াটেক হেলিও এক্স২৫ প্রসেসর
  • ৪জিবি র‍্যাম, ৩২/৬৪জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট
  • ২১ মেগাপিক্সেল মূল ক্যামেরা (f/2.2, 31mm), ১০টি এলইডি লাইট বিশিষ্ট ফ্ল্যাশ
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (f/2.0, 1.4 µm pixel size)
  • সামনের দিকের হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (০.২ সেকেন্ডে আনলক)
  • ইউএসবি-সি পোর্ট, ডুয়াল সিম, ২৫৬০ এমএএইচ ব্যাটারি
  • ফোরজি, ওয়াইফাই, জিপিএস, এনএফসি ও স্ট্যান্ডার্ড সেন্সরসমূহ

meizu-pro-6 back

চীনে ইতোমধ্যেই মেইজু প্রো ৬ এর প্রিঅর্ডার নেয়া শুরু হয়েছে। ৩২জিবি ভার্সনের দাম ৩৯০ ডলার ও ৬৪জিবি ভার্সনের দাম ৪৩০ ডলার। আন্তর্জাতিক বাজারে কবে আসবে তা নিশ্চিত না হলেও চীনে মানুষের হাতে পৌঁছানোর ১ মাসের মধ্যেই বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশে পাওয়া যাওয়ার কথা ফোনটি। সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,149 other subscribers

কিনবেন নাকি মেইজু প্রো ৬?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.