ম্যাট হোনানের কথা মনে আছে? সেই যে ওয়াইর্ডের সিনিয়র লেখক, যার অ্যাপল একাউন্ট হ্যাক হয়ে ব্যক্তিগত তথ্য বেহাত এবং অতঃপর মুছে দেয়া হয়েছিল? আচ্ছা, মনে না থাকলে গুগলে সার্চ করুন। আর কষ্ট করতে না চাইলে এই লিংকে গিয়েও ঘটনার বিস্তারিত পড়তে পারেন ;)
হ্যাকার(চক্র) অ্যাপল কাস্টমার কেয়ার থেকে কায়দা করে আইডেন্টিটি ভেরিফিকেশনের মাধ্যমে ম্যাট হোনানের আইক্লাউড, গুগল, টুইটার সহ আরও কিছু অনলাইন সেবার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এমনকি তার পুরো জিমেইল একাউন্টও ডিলিট করা হয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত বহু হয়রানির পরে তার বেশিরভাগ তথ্য উদ্ধার হয়েছিল।
এসব ঝামেলা এড়ানোর সুযোগ (আরও বেশি) থাকত, যদি আগে থেকেই আইক্লাউড/ অ্যাপল আইডিতে টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি চালু হত।
যাই হোক, ৯টু৫ ম্যাকের তথ্যানুযায়ী অবশেষে অ্যাপল আইডিতেও টু-স্টেপ লগইন সিস্টেমের সূচনা হয়েছে। ফিচারটি সক্রিয় থাকলে উক্ত সেবার অধীনে কেউ ব্যক্তিগত তথ্য পরিবর্তন-পরিবর্ধন/ অপরিচিত ডিভাইস থেকে একাউন্টে লগইন করতে চাইলে বিশ্বস্ত একটি ডিভাইসে এসএমএস অথবা “ফাইন্ড মাই আইফোন” আইওএস এপের মাধ্যমে পিন নাম্বার চলে আসবে যা ইউজারআইডি-পাসওয়ার্ডের পর ইনপুট না দেয়া পর্যন্ত এক্সেস সম্ভব হবে না।
যারা ইতোমধ্যেই ফেসবুক বা গুগলের টু-স্টেপ লগইন ভেরিফিকেশন ব্যবহার করেছেন তারা সহজেই এর নিয়মাবলী, গুরুত্ব এবং সুবিধা বুঝে থাকবেন।
জেনে রাখা ভাল, এই মুহূর্তে অ্যাপল টু-স্টেপ ভেরিফিকেশন শুধুমাত্র ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের ভোক্তাদের নিকট শর্তসাপেক্ষে উপলভ্য রয়েছে। বিস্তারিত অফিসিয়াল তথ্যের জন্য অ্যাপল আইডি ওয়েবসাইট দেখুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।