গুগলের মালিকানাধীন মটোরোলা মবিলিটি থেকে আরও ১২০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে সার্চ কোম্পানির মোবাইল হার্ডওয়্যার ডিভিশন থেকে প্রায় ১০ শতাংশের বেশি লোকের চাকুরী চলে যাবে। এর আগে গত বছর আগস্টে ১২.৫ বিলিয়ন ডলার মূল্যে কেনা লোকসানে থাকা প্রতিষ্ঠানটির প্রায় ৪০০০ কর্মী ছাঁটাই করা হয়েছিল।
গুগলের এক ইমেইল বার্তা অনুযায়ী সর্বশেষ জনবল কমানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের মটোরোলা দপ্তরসমূহ বিবেচনাধীন রয়েছে।
মটোরোলার মোবাইল ব্যবসা পুনর্গঠনের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে গুগল। এটি অধিগ্রহণের পেছনে এন্ড্রয়েড ডিভাইস নির্মাণের জন্য একটি নিজস্ব প্রতিষ্ঠান এবং এর ১৭০০+ পেটেন্টের মালিকানা পাওয়া অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত গুগলের আভ্যন্তরীণ এক ইমেইলে দেখা যায় কোম্পানিটি বলছে তাদের খরচ বেশ উচ্চমাত্রার হওয়ায় বাজারে টিকে থাকতে এসব কৌশল গ্রহণ করতে হচ্ছে সার্চ ফার্মটিকে।
এদিকে গুগলের এক উচ্চপদস্থ কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য অনুযায়ী মটোরোলা থেকে সহসাই আহামরি কোন পণ্য আসার সম্ভাবনা কম।
তাহলে কি ঘটতে যাচ্ছে মটোরোলা মবিলিটির সাথে? আপনার কী মনে হয়?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।