মটোরোলা আনলো নতুন একটি স্মার্টওয়াচ

কিছুদিন আগেই গুগল স্মার্টওয়াচের জন্য নতুন একটি ওএস বের করেছে। এর একদিন পরই মটোরোলা তাদের স্মার্টওয়াচের ঘোষনা দিয়েছে, যেটি গুগলের নিজস্ব এন্ড্রয়েড ওয়্যার ওএস এ চলছে। এই স্মার্টওয়াচটি গুগল নাও-এর কিছু ফিচার বহন করে। আপনি যদি বলেন ‘ওকে গুগল’ এটি আপনার নির্দেশ শুনবে এবং গুগলে সার্চ করবে অথবা কোনো এপ্লিকেশন চালু করবে। মটোরোলা এই ঘড়িটির নাম রেখেছে “মটো ৩৬০”

তবে এই স্মার্ট হাতঘড়িটি সর্বপ্রথম আমেরিকায় এবং অন্য ইউরোপের দেশগুলোতে আসবে। মটোরোলা এই ঘড়িটির ডিজাইনটি খুব ভালো করেছে, তাছাড়া তারা এটার বিভিন্ন ধরণের ডিজাইন বাজারে ছাড়বে।

অন্যদিকে এন্ড্রয়েড ওয়্যার নির্মাতা গুগল অন্য কিছু কোম্পানির সাথেও এরকম আরো কিছু ঘড়ি বানানোর চুক্তি করছে। আর এলজি শীঘ্রই আরেকটি স্মার্টওয়াচ বাজারে ছাড়বে।

Via: Gdgt Arena

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *